আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এর ১০ম সন্মেলন ও কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অলিক মৃ ও চং ইয়ং ম্রো। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হরিদাস হাজং। তাদেরকেসহ মোট ৪১ জনের একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে।

১৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় ঢাকার মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এর ১০ম সন্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ’র সহ-সভাপতি প্রসেনজিৎ বর্মন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অলিক মৃ। সন্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, ভূমি ও আইন বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম, সহ-সাংগঠনিক সম্পাদক হরেন্দ্রনাথ সিং, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র বানাই, সদস্য চঞ্চনা চাকমা, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাই, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিপণ ত্রিপুরা প্রমূখ।

কাউন্সিল ও সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন এবং বর্তমান বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠির সাংগঠনিক নেতৃবৃন্দ এবং কর্মীগণ। “আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে তরুণ ছাত্রদের এগিয়ে আসার আহ্বান” মুলসুরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই ১০ম সম্মেলন ও কাউন্সিল।

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ এর ১০ম সন্মেলন অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলন ও কাউন্সিল শেষে নব নির্বাচিত প্যানেলের নেতৃবৃন্দরা সাংগঠনিক শপথ নিয়ে তাদের নতুন উদ্যমে কার্যক্রম চলমান রাখার প্রয়াস ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ’ পাহাড় এবং সমতলের আদিবাসীদের সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত জাতীয় ছাত্র সংগঠন।