নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আদিবাসী যুবক-যুবতীদের জন্য ডকুমেন্টারি শর্ট ফিল্ম প্রতিযোগিতা ও ফেস্টিভ্যাল আয়োজন করছে কারিতাস ময়মনসিংহ অঞ্চল। ১১ সেপ্টেম্বর (সোমবার) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় আদিবাসী যুবক-যুবতীদেরকে নিজ জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে জানার ও শিকড় সন্ধানী হতে উৎসাহিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। এছাড়াও আয়োজকদের অন্য উদ্দেশ্য হলো, তরুণরা যেনো তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সাথে সাথে ফিল্ম, ফটোগ্রাফির চর্চা ও সহভাগিতার মাধ্যমে আরো শানিত করার সুযোগ পায় এবং নিজেদের প্রতিভার যত্ন নিতে অনুপ্রাণিত হয়।
আয়োজক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘Documentary Short Film Competition and Festival’ নামে একটি গ্রুপ খুলেছেন। আগ্রহী তরুণরা সেই গ্রুপে জয়েন করে গ্রুপে দেওয়া ফর্মে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।
আবেদনের সময় সীমা ১৫ নভেম্বর পর্যন্ত রাখা হয়েছে। অথবা contact.dsfcom@gmail.com এই ইমেইল এবং 01772437694 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন।