আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আজ বুধবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় ‘বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন’ এর উদ্যোগে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এক বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশটি রুপচান বর্মনের সভাপতিত্বে, এবং বকুল চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আদিবাসী বিক্ষোভ ও মানববন্ধন

উল্লেখ্য টাঙ্গাইল জেলার ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়নের মালিরচালা গ্রামে চোর সন্দেহপূর্বক সন্ধ্যা রানী (৩৬) নামে এক আদিবাসী নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। গেল রবিবার (১০ জানুয়ারি) রাতে নারায়ণ বর্মণের স্ত্রী (নির্যাতিত নারী) সন্ধ্যা রাণী বাদী হয়ে ৫ জনকে (মনিরুল ইসলাম ভূঁইয়া (৮০), মনিরুলেরই ছেলে মোস্তফা ভূঁইয়া (৪৫) ও সজিব ভূঁইয়া (৪০) এবং মনিরুলের মেয়ে খুকি (৩৭) ও সুমি আক্তার (৩২) আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবাদ ও মানববন্ধন

বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন রতন চন্দ্র কোচ- যুগ্ন আহবায়ক, বাংলাদেশ আদিবাসী কোচ ইউনিয়ন, অলিক মৃ- সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, শ্রী চন্দন কোচ- সহসভাপতি, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ,  জন জেত্রা- সভাপতি, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (কেন্দ্রিয় কমিটি), এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক ফাতেম বিথী প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সন্ধ্যা রাণীর ওপর নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তি নিশ্চিতকরণসহ ভোক্তভোগী পরিবারে নিরাপত্তার জোর দাবি জানানো হয়। মামলা দায়ের করার তিনদিন পরও আসামীরা এখনো ধরা পরেনি বলে উপস্থিত বক্তারা অভিযোগ করেন।

আর এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত কর্মকর্তা) ছাইফুল ইসলাম বলেন, “মামলার তদন্ত কাজ চলমান রয়েছে এবং দ্রুত আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি আসামী দ্রুত গ্রেপ্তার হবে ”

মানববন্ধন শেষে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।