আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আদিবাসী পতাকা তৈরির শিল্পীর নাম হ্যারল্ড টমাস। অস্ট্রেলিয়ায় এই আদিবাসী শিল্পীর নকশা করা আদিবাসী পতাকা ব্যবহারে আইনগত বৈধতা পেল। ফলে এখন থেকে আর অনুমতির প্রয়োজন নেই৷ এমন কি এই পতাকা ব্যবহারে কোনও অর্থ দন্ডও দিতে হবে না আর৷ এই চুক্তির মধ্য দিয়ে আদিবাসী পতাকা ব্যবহারের আইনি বাধা এবং দীর্ঘ বিতর্কের অবসান ঘটলো৷

খবরে জানা যায়, ১১৩ কোটি টাকারও বেশি দিয়ে আদিবাসী পতাকার স্বত্ব নিল অস্ট্রেলিয়ার সরকার৷ পতাকা স্বত্ব নেবার ফলে এই পতাকা ব্যবহার করলে কোনও আইনি পদক্ষেপ করা হবে না৷ ফলে ক্রীড়া দল এবং আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে এই পতাকা ব্যবহারে কোনো বাধা থাকবে না।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্কট মরিসন এই প্রসঙ্গে বলেন, ‘এবার থেকে অস্ট্রেলিয়ানদেরদের জন্য আদিবাসী পতাকা ব্যবহারে কোনও অর্থ লাগবে না৷’ স্কট মরিসন আরও জানান, ‘খেলাধুলার মাঠ-সহ যে কোনও মাধ্যমে এটি ব্যবহার করা যেতে পারে৷ পতাকা ব্যবহারের জন্য কারও কাছে অনুমতি চাইতে হবে না৷ কোনও অর্থও দিতে হবে না ৷’

এই চুক্তির পর এখন থেকে পতাকাটির স্বত্ব রাষ্ট্রের৷ এটি প্রত্যেকের৷ কেউ এটি কেড়ে নিতে পারে না৷ অস্ট্রেলিয়া দিবসের প্রাক্কালে, জাতীয় ছুটির দিনে এই ঘোষণাটি তাৎপর্যপূর্ণ৷

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে অস্ট্রেলিয়ার একটি সরকারি পতাকা হিসাবে স্বীকৃত আদিবাসী পতাকাটি৷ এই পতাকাটিকে শুধু সরকারি কার্যালয়ে দেখা যেত এতদিন৷

 অস্ট্রেলিয়ায় আদিবাসী পতাকা, এবং এটি ব্যবহারে কেন বিতর্ক?

পতাকার নকশাটি করেছেন আদিবাসী শিল্পী হ্যারল্ড টমাস৷ এর ধীরে ধীরে এটি অস্ট্রেলিয়ার আদিবাসীদের জন্য বিক্ষোভ ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল৷

এছাড়াও আদিবাসী শিল্পী টমাস গত ৫০ বছরে বেশ কয়েকটি সংস্থাকে এই পতাকা ব্যবহারের অধিকার দেওয়ার পরে এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়৷

শিল্পী টমাস বলেন, ‘আমি আশা করি, এই ব্যবস্থার ফলে আদিবাসী মানুষজন স্বাচ্ছন্দ্যবোধ করবেন৷ গর্বের সঙ্গে কোনও বিধিনিষেধ ছাড়া এই পতাকা ব্যবহার করা যাবে৷’  সূত্র (এএফপি, রয়টার্স)