আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করার জন্য তথ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনায় বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ ও আদিবাসীদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করার জন্য তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনার প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে ‘আদিবাসী ছাত্র-যুব সংগঠনসমূহ’। আগামীকাল ১০টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষ্যে সভা, সেমিনার ও টেলিভিশনের টকশোতে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করার জন্য সুশীল সমাজ, বুদ্ধিজীবি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। গত ১৯ জুলাই তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব শেখ শামছুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ করা হয়।
তথ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায় বা গোষ্ঠীকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে।
এ অবস্থায় আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত টকশোতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদকসহ সুশীল সমাজের অন্য ব্যক্তিদের বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে প্রচারের জন্য অনুরোধ করা হলো।
ইতোমধ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠন ওই চিঠিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক ও তথ্য মন্ত্রণালয়ের অনধিকার চর্চা বলে মন্তব্য করে তা প্রত্যাহার দাবি করেছেন।