যারা আমাকে নিয়ত পোড়ায়, তারা আমাকে অঙ্গার করতে পারেনি। আমি দিনে দিনে ইস্পাত হয়ে উঠেছি। কোনও বেদনাই আমাকে বিধ্বস্ত করতে পারেনি। আসলে, হারাতে হারাতে আমি হারিয়েছি হারাবার সব বেদনাকে।

কতটি বিশ্বাস ভঙ্গ করলে, মানুষের মনে এমন দু:খ বোধের জন্ম হয় ! কত ব্যারেল দু:খ বোধ জমলে বাঁধভাঙ্গা হতাশার জল এক সমুদ্র হয়ে ওঠে। বলছিলাম মানুষ কখন এমন স্ট্যাটাস লিখতে পারে ! সব কিছুর লিমিট থাকা উচিত। আমরা এও জানি লিমিট ক্রশ করলেই যত বিপত্তি। নিজের ত্যক্ত অভিজ্ঞতা সোস্যাল মিডিয়া ফেবুতে শেয়ার করতে গিয়েই ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবার লিখেছেন-

‘যাদের বন্ধু বলে জানতাম, তাদের অবন্ধুতে পরিণত হতে আমি যত দেখেছি, যাদের কাছের লোক বলে জানতাম, তাদের দূরের লোক হয়ে যেতে আমি যত দেখেছি, তত বোধহয় অন্য কেউ দেখেনি। দীর্ঘকালের আপনকে মুহূর্তে পর হতে দেখেছি, শুভাকাঙ্ক্ষীকে রাতারাতি নিন্দুক বনে যেতে দেখেছি। গোটা পরিবার, গোটা সমাজ, গোটা দেশকেও দেখেছি নিমেষে শত্রু হয়ে উঠতে। যখন দুঃসময় নেমে আসে, দেখি ওত পেতে আছে ঝাঁক ঝাঁক শকুন, শানিয়ে রাখছে চঞ্চু, ঝাঁপিয়ে পড়ে আমাকে খুবলে খাচ্ছে।

এ নতুন কিছু নয়।

কেন এই স্খলন তাদের? এর একটিই উত্তর, কারণ তারা কেউই সত্যিকার সহমর্মী বা শুভাকাঙ্ক্ষী নয়। সত্যিকার সহমর্মী বা শুভাকাঙ্ক্ষীকে অপপ্রচার কখনও বিভ্রান্ত করে না। সত্যিকার বন্ধুরা আমার উদারতাকে আমার পতন ভেবে উল্লসিত হয় না। আমার সরলতাকে জটিল কুটিল কিছু আখ্যা দিয়ে ঘৃণা ছোড়ে না। তথ্য-না-জানাকে তঞ্চকতা বলে উপহাস করে না।

Taslima Nasrin 2022

ফেবু ওয়ালে লেখিকা তসলিমা নাসরিন এর স্ট্যাটাস

চার দশকের বেশি হলো নিজের আদর্শকে এক বিন্দু বিসর্জন না দিয়ে কণ্টকাকীর্ণ পথে হেঁটে চলেছি। দুঃসময়কে কাঁধে নিয়েই একা একা চলছি আজও। যত দূর যাই, তত রক্তাক্ত হই, তত একা হই। তারপরও এই একা আমাকে কাবু করতে, আমাকে কাঠগড়ায় দাঁড় করতে, অহেতুক কৈফিয়ত চাইতে, আমাকে কাদায় ডুবিয়ে দিতে পাল পাল লোক পথে প্রান্তরে এক পায়ে খাঁড়া । এ আমার চেয়ে কে বেশি জানে আর!

মাদ্রাসায়, মসজিদে, ওয়াজে, অফিসে, আদালতে, রাস্তায়, ঘাটে, ট্রেনে, বাসে, মাঠে, ময়দানে আমার চরিত্রের এক বিন্দু কিছু না জেনে যুগের পর যুগ চমৎকার চরিত্রবানেরা নিরন্তর আমার চরিত্র হনন করেই চলেছে। জগতে আমি বোধহয় একটিই মানুষ, যাকে অনায়াসে ব্রাত্য করা যায়, অপমান আর অপদস্থ করা যায়, যার সততার দিকে কালিমা ছুড়ে দেওয়া যায়, যার দুর্নাম করলে, যাকে পায়ের তলায় পিষে ফেললে কেউ মনে করে না কোনও অন্যায় হচ্ছে।

যারা আমাকে নিয়ত পোড়ায়, তারা আমাকে অঙ্গার করতে পারেনি। আমি দিনে দিনে ইস্পাত হয়ে উঠেছি। কোনও বেদনাই আমাকে বিধ্বস্ত করতে পারেনি। আসলে, হারাতে হারাতে আমি হারিয়েছি হারাবার সব বেদনাকে।‘