তথ্য প্রযুক্তি নিউজ ডেস্ক: সোস্যাল মিডিয়াতে এমন আয় অবিশ্বাস্য হলেও এটিই সত্য এবং বাস্তব। বিবিসির সূত্র মতে, ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের অন্যতম প্রধান সেলিব্রেটি তরুণ জিমি ডোনাল্ডসন (২৩)। তিনি হলেন মার্কিন নাগরিক। যিনি মিস্টার বিস্ট নামে অধিক পরিচিত। ২০২১ সালে ফোবর্স এক প্রতিবেদনে তিনি ২০২১ সালে ইউটিউবে কনটেন্ট ক্রিকেট করে সর্বোচ্চ আয় করেছেন। বিস্ট এর চ্যানেলে ১০ বিলিয়নের অধিক ভিউ রয়েছে। এছাড়াও সে গত বছর আয় করেছে ৫৪ মিলিয়ন ডলার।

এ অর্জনের মধ্যে দিয়ে এই তরুণ রায়ান কাজীকে ছাড়িয়ে গেছে। গত দুই বছর ধরে রায়ান কাজী ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের শীর্ষে ছিল। ১০ বছরের বালক রায়ান কাজী বিভিন্ন খেলনার রিভিউ দিয়ে থাকে।

তিনি এক হাতে আয় করে আরেক হাতে অর্থ উড়িয়ে দেয়ার জন্য আলাদা পরিচিতি আছে ‘মি.বিস্ট’নামে খ্যাত এই ইউটিউবারের। গেল বছরে বিশ্বের শীর্ষ ভিডিও স্ট্রিমিং সাইটটি থেকে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডটিও এখন তার।২০২১ সালে ইউটিউবে এক হাজার কোটির বেশি ভিউ পেয়েছে মি.বিস্ট-এর ভিডিওগুলো, বছর শেষে আয় করেছেন পাঁচ কোটি ৪০ লাখ ডলার।

এবার ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জেক পল। ২০১৭ সালে পর ইউটিউব থেকে আয়ের শীর্ষ দশে ফিরেছেন তিনি। এ ছাড়াও প্রথমবারের মতো শীর্ষ পাঁচে এসেছেন ‘আনস্পিকেবল’নামে পরিচিত মাইনক্র্যাফট গেইমার নাথান গ্রাহাম।

ফোর্বস এর প্রতিবেদন ২০২১ সালে ইউটিউব থেকে যারা সবচেয়ে বেশি আয় করেছেন এমন ইউটিউবারদের মধ্যে শীর্ষ দশের তালিকা তৈরি করেছে । সে প্রতিবেদন অনুযায়ী গেল বছরে ইউটিউব থেকে ওই শীর্ষ দশের মোট আয় ছিল ৩০ কোটি ডলার। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দশে আছেন যারা আছেন সে তালিকায়-

১) মি.বিস্ট,  তার আয় পাঁচ কোটি ৪০ লাখ ডলার

২) জেক পল,  তার আয় চার কোটি ৫০ লাখ ডলার

৩) মার্কিপিলার, তার আয় তিন কোটি ৮০ লাখ ডলার

৪) রেট অ্যান্ড লিঙ্ক, তার আয় তিন কোটি ডলার।

৫) আনস্পিকেবল, তার আয় দুই কোটি ৮৫ লাখ ডলার

৬) নাস্তিয়া, তার আয় দুই কোটি ৮০ লাখ ডলার

৭) রায়ান কাজি, তার আয় দুই কোটি ৭০ লাখ ডলার

৮) ডুড পারফেক্ট, তার আয় দুই কোটি ডলার

৯) লোগান পল, তার আয় এক কোটি ৮০ লাখ ডলার এবং

১০) প্রেস্টন আর্সমেন্ট, তার আয় এক কোটি ৬০ লাখ ডলার।

তথ্য সূত্র: বিবিসি