আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্ডিজিনাস ফুড ফেস্টিভ্যাল’। ঢাকার মিরপুর ১৩তে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ড স্কুলে এন্ড কলেজে অনুষ্ঠিত হবে এই ফুড ফেস্টিভ্যাল । বাংলাদেশে বসবাসরত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন ধরণের খাবারের প্রদর্শনী থাকবে এই ফুড ফেস্ট্যাভ্যালে।
১৩ আগস্ট মিরপুর ১৩ এর বিআরটিএ অফিসের বিপরীতে অবস্থিত আদিবাসী গ্রীনহার্ড স্কুলে এন্ড কলেজে বনফুল আদিবাসী বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান প্রজ্ঞানন্দ মহাথেরো উদ্বোধন করবেন এই ফুড ফেস্টিভ্যাল।
সমতল ও পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীদের নিজস্ব ঐতিহ্যবাহী খাবার ও নানা ধরণের পাহাড়ি শাকসবজির এই ফেস্টিভ্যালটি প্রথমবারের মত আয়োজন করেছেন, বেসরকারী উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ ও আদিবাসীদের একটি অনলাইন সংবাদ মাধ্যম আইপি নিউজ।
এই উৎসবটি শনিবার দিন ব্যাপি অনুষ্ঠিত হবে। সকাল দশটায় উদ্বোধনের পর রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।