নিউজ ডেস্ক: করোনার করাল গ্রাসে গোটা পৃথিবীর জনজীবন এবং ব্যবসা বাণিজ্য বিপর্যস্ত। করোনা ভাইরাসকে (কোভিড-১৯) জয় করতে, ঘুরে দাঁড়াতে মানজীবনে এসেছে নানা পরিবর্তন। ফলে দেখা যায় বেশিরভাগ প্রতিষ্ঠান ‘হোম অফিস বা ওয়ার্ক ফ্রম হোম’ চালু করেছে। এ কারণে বাসা থেকেই করতে হচ্ছে গুরুত্বপূর্ণ সব কাজ। এমনকি মিটিংও সারতে হচ্ছে অনলাইনে। অন্যদিকে শিল্পীমনারাও বসে নেই, বরং ভিন্ন ধারায় অনলাইনে চলছে নানা ঘরোয়া আয়োজন। ঘরমুখী মানুষের উৎকন্ঠা, সকল কর্মজীবি মানুষের কর্মচাঞ্চল্য এবং স্বাভাবিক ফিরিয়ে আনতে আয়োজকদেরও কমতি নেই।

মানুষের কর্ম উদ্দীপনা ফিরিয়ে আনতে দু’দেশের জনপ্রিয় আ.চিক শিল্পীদের নিয়ে’ আমরা করবো জয়’ যার অর্থ গারো ভাষায় দাঁড়ায় ‘আনচিং আন চেগেন সালসাওদে’ শিরোনামে একটি প্রেরণাদায়ক গান নির্মিত হয়েছে এবং বহুল প্রতীক্ষীত যৌথ পরিবেশায় গানটি অফিসিয়ালি রিলিজ হলো আজ।

পরিবেশিত গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারত বাংলাদেশ মিলিয়ে মোট চৌদ্দজন কণ্ঠশিল্পী। গানটি মূলত গারো, ইংরেজী, হিন্দি এবং বাংলা- এ চারটি ভাষায় করা হয়েছে (Garo, English, Hindi and Bengali)। এবং দু’দেশের মধ্যে যারা রয়েছেন- শিল্পী এবং অভিনেতা, পরিচালক রনি ডি. সাংমা (মেঘালয়), রেভা. ফাদার জিমবার্ট কে. মারাক (মেঘালয়), মনিকা মোমিন (মেঘালয়), প্রেমাল্লিন সাংমা, (মেঘালয়), অলিভিয়া মোমিন (মেঘালয়), বালসিন মারাক (মেঘালয়), যোয়াশ সাংমা (মেঘালয়), চুকাম মোমিন (মেঘালয়), শিল্পী টগর দ্রং (বাংলাদেশ), মিউজিক এবং লিরিক কম্পোসার ডোনাল্ড হাউই (বাংলাদেশ), এফ মাইনর ব্যান্ড শিল্প পিংকী চিরান (বাংলাদেশ), শিল্পী নথুয়েল রিছিল (বাংলাদেশ), শিল্পী দিবা চিছাম (বাংলাদেশ), অরিত্রি প্রশাখা ঘাগ্রা (বাংলাদেশ) প্রমূখ।

ইন্দো-বাংলা’র নির্মিত গানে প্রকল্প সমন্বয়কারী নিটোল ডিব্রা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রেভা. ফা. জিমবার্ট কে মারাক। এছাড়াও গানটি মিউজিক কম্পোজিশানে ম্যাটিক্স জিতুপান বোরা (নারোমাস স্টুডিও তুরা), গানটি জে. কে. মারাক স্টুডিওতে রেকর্ডিং করা হয় (সেন্ট জর্জ, সামান্দা, মেঘালয়) এবং ভিডিও ইডিটিং ছিলেন রনি ডি. সাংমা।

যৌথ পরিবেশনার গানটি এনডি আ.চিক মাল্টিমিডিয়া এবং জিমবার্ট কে.মারাক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখন থেকে দেখতে পাবেন; এবং গানটি দেরিতে রিলিজ হওয়ায় সকল শ্রোতাদের কাছে দু:খ প্রকাশ করেন আয়োজকরা।

আয়োজক নিটোল ডিব্রা যাঁদের কৃতজ্ঞতায় আবদ্ধ করেন, আর তাঁরা হলেন শ্রদ্ধেয় রেভা. ফা. জিমবার্ট কে মারাক, ইউটিউবার প্রোনান্থ আ.গিটক এবং এম কে. রাংসাসহ সংশ্লিষ্ট সকলকে। এ ক্ষুদ্র প্রয়াশের মাধ্যমে দু’দেশ ভারত-বাংলাদেশের শিল্পীদের মাঝে মেলবন্ধন এবং নতুন আগামীর যোগসূত্র তৈরি হলো কর্ণধারসহ সকলেই দৃঢ় আশাবাদী।