আন্তর্জাতিক নিউজ: গত মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২১) ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন যে, ই-কমার্স থেকে আয় করতে নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক। তবে তিনি জানান, শুরুতেই ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রামে এ ধরনের ফিচার যুক্ত করা হবে। এই নতুন ফিচারের সাহায্যে অ্যাপ ও নির্দিষ্ট মার্কেটপ্লেসে ক্রেতাদের বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য সুপারিশের মাধ্যমে আয় করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এর প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির সঙ্গে সরাসরি এক ভিডিও আলাপচারিতায় মার্ক জাকারবার্গ নতুন ফিচার আনার বিষয়টি প্রকাশ করেন। এ সময় আরও তিনি জানান, ই-কমার্সকে সামনের দিকে এগিয়ে নিতে ‘ক্রিয়েটর শপস’ নামের প্ল্যাটফর্ম চালু করার বিষয়টিও তাঁকে জানান।
মূলত ‘ক্রিয়েটর ইকোনমির’ সঙ্গে যুক্তদের আরও উৎসাহ, সমর্থন দেওয়ার বিষয়টি গুরুত্ব দিচ্ছে ফেসবুক। অর্থাৎ ক্রিয়েটর ইকোনমি এমন একটি ব্যবস্থা যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তারকারী, সাংবাদিক এবং অন্যরা তাদের অনুসারীদের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন- ক্লাবহাউস, ইউটিউব, সাবস্ট্যাক ইত্যাদি থেকে সরাসরি অর্থ আয় করছে।
ফলে ক্রিয়েটরদের আয় বৈষম্য বিষয়টি আলোচনায় উঠে আসে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষ জনপ্রিয় ব্যক্তিরা অনেক বেশি আয় করে। অন্যদিকে তুলনামূলক ছোট ক্রিয়েটরদের টিকে থাকার সংগ্রাম করছে প্রতিনিয়ত। এই সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসবুক।
এহেন আশার কথা হলো, প্রতিষ্ঠানটি যদি এ উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করে তাহলে ছোট ক্রিয়েটররা যারা ব্র্যান্ডের জন্য দারুণ সব কাজ করছে তারা আরও বেশি আয় করার সুযোগ পাবে।
মার্ক জাকারবার্গ এর ঘোষিত নতুন ফিচারটি কবে নাগাদ বাজারে আসবে তা নিশ্চিত করে বলেন নি, এবং এ বিষয়ে তিনি পরিস্কার করেও কিছু বলেন নি।