আন্তর্জাতিক স্পোটর্স ডেস্ক: কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে নেইমার দল ব্রাজিল। উক্ত ম্যাচের মাধ্যমে বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা গ্রুপে তাদের শীর্ষস্থানও ধরে রেখেছে ব্রাজিল।
দুর্দান্ত খেলেছেন নেইমার, ছবি : রয়টার্স
এই বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিশালী দল উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দারুন দাপতে খেলেছেন নেইমাররা। বলা যায় উরুগুয়েকে চাপের মুখে রাখে নেইমার দল। এমন শক্তিশালী দলকে বড় গোলের ব্যবধানে হারানো অত সহজ ব্যাপার নয় !
আক্রমণভাগে ছিলেন তিনজন রাফিনহা, নেইমার ও গাব্রিয়েল জেসুস। তিনজনের পারফর্মেন্সও দুর্দান্ত ছিল। ফলে প্রথমার্ধ শেষে নেইমার ও রাফিনহার গোলে ২-০ তে এগিয়ে থাকে তিতে শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে আরেকটি গোল করেন রাফিনহা। শেষ গোলটি করে বসেন গ্যাব্রিয়েল বারবোসা।
এ আসরে খেলার ১০ম মিনিটে গোল করেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। ফ্রেডের থ্রু বল ধরে ছয় গজ বক্সের ভেতর থেকে গোল করেন তিনি। দ্বিতীয় গোলের জন্যও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নি ব্রাজিলকে। এরপর আবার ১৮তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। ৩৯ মিনিটে নেইমারের আরও একটি দারুণ প্রচেষ্টা থামিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক। উরুগুয়েও ৪৪তম মিনিটে গোল পেতে পারত। কিন্তু ব্রাজিল গোলরক্ষকের কল্যাণে কোনো গোল হজম করতে হয়নি তাদের। উরুগুয়ের সুযোগটি মাথিয়ান ভেকেনার হেডের মাধ্যমে থামিয়ে হাতছাড়া করে দেন তিনি।
এরপর দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ৩-০-এ নিয়ে যান রাফিনহা। খেলায় তখন ব্রাজিলের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে।
উরুগুয়ের হয়ে ৭৭ মিনিটে একটি গোল পরিশোধ করে উরুগুয়ের ব্যবধান কিছুটা কমান সুয়ারেজ। তবে খেলার শেষার্ধে বারবোসা ৮৩ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান আবার বাড়িয়ে দেন।