আন্তর্জাতিক নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট প্রথম ভারতে শনাক্ত হয় অক্টোবর মাসে। করোনার নতুন ভ্যারিয়েন্ট বি.১.৬১৭ এর ফলে ভারতে মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং ভারত দৈনিক অক্রান্তের রের্কড ভেঙ্গেছে।  একই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশগুলোতেও।

ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশসহ ১৭টি দেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের প্রধান সতর্ক করেছেন। ইউরোপের যেসব দেশে বিধিনিষেধ শিথিল করা হয়েছে সেসব দেশে করোনার ভারতীয় ধরণ নতুন করে সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এদিকে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজেজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, বি.১.৬১৭ ভাইরাসটি দক্ষিণ এশীয় দেশ ভারতের। এরই মধ্যে ইউরোপের দেশ বেলজিয়াম, জার্মানি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফ্রেঞ্চ ক্যারিবিয়ান দ্বীপ গুয়াদেলৌপ এবং যুক্তরাজ্যসহ মোট ৭টি দেশে শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোভিড-১৯-এর বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট অন্তত ১৭টি দেশে পাওয়া গেছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রোমানিয়া কর্তৃপক্ষও এই ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানিয়েছে।

এ ভাইরাস এমন একটি ভাইরাস যে কিনা ক্রমাগত নিজের ভেতরে নিজেই মিউটেশন করতে স্বক্ষম৷ সে নিজেকে বদলাতে পারে এবং নিজের মধ্যে সে নানা রূপ তৈরি করে থাকে। এর ফলে পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, অনেক ভ্যারিয়েন্ট মূল ভাইরাসের চেয়ে দুর্বল এবং কম ক্ষতিকর হয়। তবে কিছু ভ্যারিয়েন্ট অনেক বেশি ছোঁয়াচে- যার ফলে টিকা দিয়ে একে কাবু করা কঠিন হয়ে পড়ে।

ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে এ ভাইরাস বেশি শনাক্ত হয়েছে। গত মাসের ২১ এপ্রিল পর্যন্ত ১৩২ জনের শরীরে শনাক্তের কথা জানিয়েছে ইউরো নিউজ।