আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বর্তমানে ভারতে বসবাসরত বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন ১১ ঘন্টা আগে সোস্যাল মিডিয়া ফেসবুক ও টুইট বার্তায়।

তিনি তাঁর ফেসবুক এক বার্তায় তসলিমা নাসরিন লেখেন, ‘আমি চিরকালই বড় দুর্ভাগা। এই যে গত বছরের মার্চ মাস থেকে একা আছি ঘরে, একখানা ইন্ডোর ক্যাট সঙ্গী, কোথাও এক পা বেরোলাম না, কাউকে ঘরে ঢুকতে দিলাম না, রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ঝাড়ু মোছা সব একাই করলাম, কী লাভ হলো? কিছুই না। ঠিকই কোভিড হলো। গত এক বছরে শুধু একবার এক ঘণ্টার জন্য বাইরে বেরিয়েছিলাম, তাও দু’মাস আগে।’

তসলিমা নাসরিন

করোনা ভাইরাসে আক্রান্ত বা তাঁর বর্তমান শারীরিক অবস্থা কী, এবং ঠিক কবে থেকে সে সম্পর্কেও ঐ বার্তায় তেমন কিছু পরিস্কার করে বলেন নি লেখিকা তসলিমা নাসরিন।