নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস এম. কস্তা. (সিএসসি) আজ সকাল ৯:২০ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত প্রায় একমাস আগে আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি করোনা আক্রান্ত হন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর জুন (১৭ জুন) সকালে ১০.২৪মিনিতে তাঁর মেডিক্যাল কলসালটেন্ট ডক্টর রাব্বানী সুস্থ্যতার বার্তা দেন। সকলের প্রার্থনায় এবং চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে সপ্তাহ দুই আগে মন্ডলীর গৃহে ফিরে যান। কিন্তু আবার গত ৭ জুলাই থেকে হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয় এবং ৯ জুলাই সকালে আর্চবিশপ মহোদয়কে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

আজ (১৩ জুলাই, ২০২০) সকাল ০৯:২০ ঘটিকায় স্কয়ার হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর একাধিক স্ট্রোক হয়েছিল বলে জানান গণমাধ্যমকে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সকল খ্রিস্টভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি ।

আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি আর্চবিশপ মজেসের জন্ম গাজীপুরের তুমিলিয়ায় ১৭ নভেম্বর ১৯৫০ সনে। তিনি পুরোহিত হন ৫ ফেব্রুয়ারি ১৯৮১ সনে। দিনাজপুরের বিশপ হিসেবে অভিষেক লাভ করেন ৬ সেপ্টেম্বর জুলাই ১৯৯৬ সনে। চট্টগ্রামে বিশপ হিসেবে দায়িত্ব নেন ২৭ মে ২০১১ সনে। চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ হিসেবে নিযুক্ত হন ২৭ মে ২০১১ সনে। এছাড়াও তিনি কাথলিক বিশপ সম্মিলনীর সেক্রেটারি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের ৩০ হাজারের বেশি কাথলিক খ্রিষ্টভক্তের তিনি ধর্মপাল ছিলেন।

প্রয়াত আর্চবিশপ মজেস মন্টু কস্তা’র আত্মার কল্যাণে পবিত্র খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে দুপুর ১২:৩০ মিনিটে তেজগাঁও ধর্মপল্লীতে এবং বিকাল ৩টায় গাজীপুরের তুমিলিয়া ধর্মপল্লীতে। চট্টগ্রামে কখন তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে তা দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন কার্ডিনাল প্যাট্রিক ডি.রোজারিও।