এক সময়ের আক্রমনভাগের সেরা মিডফিল্ডার এবং মাঠ কাঁপানো ফুটবল সুপার স্টার ফরাসি কিংবদন্তি জিনেদিনে ইয়াজিদ জিদান করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে এই ফুটবল সুপার স্টার জিদান রিয়াল মাদ্রিদ দলে কোচের দায়িত্ব পালন করছেন।
আজ শুক্রবার লা লিগার দলটি এক বিবৃতিতে কোচের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানায়। ফলে গতবারের চ্যাম্পিয়নরা আসছে শনিবার লীগে স্বাগতিক আলাভেসের বিপক্ষে ম্যাচে ফরাসি কোচকে মাঠের ডাগআউটে পাচ্ছে না।
এছাড়াও চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে ছিলেন জিদান। যার ফলে তিনি গেল একটি অনুশীলন সেশনেও অনুপস্থিত ছিলেন। সূত্র : টিএফআই