আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে করোনা পরিস্থিতি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তন্মধ্যে ফ্রান্সে করোনা পরিস্থিতি এবং আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। সে বিষয়টি মাথায় রেখে এবং করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে রাতে কারফিউ জারি করতে যাচ্ছে ফরাসী সরকার। প্রধানমন্ত্রী এমানুয়েল মাক্রো ঘোষণা দেন, করোনা ভাইরাস মোকাবিলার জন্য সব জনগণকে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিজ বাড়িতে অবস্থান করতে হবে।
আজ বুধবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রী এমানুয়েল মাক্রো একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়ে চার সপ্তাহ এই কারফিউ বহাল থাকবে। তিনি আরও জানান এই নিষেধাজ্ঞা ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আরও আটটি বড় শহরে কার্যকর করা হবে। দেশটিতে বুধবার নতুন করে ২২ হাজার ৯৫১ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বসন্তকালের করোনা ভাইরাস সংক্রমণ আগের চেয়ে আলাদা। যা দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। সে কারণে রাতের কারফিউ রাজধানী প্যারিস ছাড়াও মার্সেই, লিয়ন, লিলি, আইস-এন-প্রোভেনস, রুউন, টুলাউস, গ্রেনোবল এবং মন্টপিলিয়ার শহরের জন্য একইভাবে প্রযোজ্য হবে।
পুরো ইউরোপেই আক্রান্ত শনাক্ত সংখ্যা বাড়ছে। জার্মান, নেদারল্যান্ডে, স্পেন, এবং রাশিয়া সংক্রামন উল্লেখযোগ্য হারে বাড়ছে। করোনা সংক্রামনের দ্বিতীয় ধাক্কা সামলাতে ইউরোপ জুড়েই এ ধরণের বিধি নিষেধ আসছে।