আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: বাংলাদেশ করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রনে চলমান বিধি-নিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি সরকার। আজ সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, কোভিড-১৯’র বিস্তার রোধে সার্বিক কার্যক্রম ও চলাচলে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল এ সংশ্লিষ্ট বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হতে পারে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় সেটি ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছিল, এবং বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়, যার মেয়াদ ২১ এপ্রিল পর্যন্ত ছিল। দ্বিতীয় ধাপের এই সময়সীমা শেষ হওয়ার আগেই লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত  ছিল। এ চলমান বিধি-নিষেধের মেয়াদ আজ চতুর্থ দফায় আবারও বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা সিদ্ধান্ত হয়েছে।

এদিকে গতকালকের ওয়াল্ডোমিটারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে করোনা সংক্রমে একদিনে রেকর্ড ২৮১২ জনের মৃত্যু এবং নতুন সংক্রমন ছিল ৩৫৪,৫৩১ জন। বাংলাদেশে আজকে নতুন করে সংক্রমন ৩,৩০৬ জন আর করোনা সংক্রমনে মৃত্যু হয়েছে ৯৭ জন।

এমতাবস্থায় বিশেষজ্ঞদের মতে বাংলাদেশেও করোনা ঝুঁকি মুক্ত নয়।