আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে কয়েক দিন ধরেই করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতেও বিশ্ব রেকর্ড হচ্ছে। বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ডটি গত বৃহস্পতিবারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে ছিলো।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সংক্রমণের দিক দিয়ে সম্প্রতি ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত।

করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ২৮১২ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৯৫ হাজার ১২৩ জনে। এর আগে ২৫ এপ্রিল করোনায় দেশটিতে ২৭৬৭ জনের মৃত্যু হয়। আজ সোমবার (২৬ এপ্রিল ২০২১) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য জানায়।

এক খবরে বলা হয়, এদিন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন।  এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন।

ভারতে করোনা আক্রান্তও বাড়ছে এবং মৃত্যু প্রতিদিনই আগের দিনের চেয়ে বাড়ছে। এর মধ্যে দেশটিতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। ফলে করোনা প্রতিরোধে নানামুখী কঠিন চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে এশিয়ার বৃহত্তম দেশ ভারতকে। সূত্র : হিন্দুস্তান টাইমস