বাপন নেংমিঞ্জা, শেরপুর: কারিতাস বাংলাদেশের ৫০ বছরের জোন-৩ এলাকায় সুবর্ণ জয়ন্তী পালিত হল শেরপুর জেলাধীন নালিতাবাড়ী থানার বারমারী মিশন বয়েজ হোস্টেল প্রাঙ্গনে। ২৩ সেপ্টেম্বর সকালে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু হয়।

ময়মনসিংহ  জোন- ৩ এর কর্মরত সকল কারিতাস কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফসল ৫০ বছরের এই সুবর্ণ জয়ন্তী পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শেরপুর জেলা প্রশাসক আহেলা আক্তার। কিন্তু কাজে ব্যস্ততায় তিনিই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। তারই প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল ইসলাম অলংকৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথির আসন।

“ভালবাসায় ও সেবায় ৫০ বছরের পথচলা” মূলমন্ত্রকে নিয়ে অনুষ্ঠিত হওয়া এই সুবর্ণ জয়ন্তীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস চিরান ও শ্রীবরদী পৌরমেয়র মোহাম্মদ আলী লাল নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক (ওসি), রেভারেন্ড ফাদার যোসেফ চিসিম, বারমারী মিশনের পালপুরোহিত ফাদার তরুণ বনোয়ারী, ফাদার ফিডেলিশ নেংমিঞ্জা ও প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ এর ময়মনসিংহ ধর্মপ্রদেশের আঞ্চলিক পরিচালক (আরডি) অপুর্ব ম্রং।

প্রথম অধিবেশন জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে শুরু হওয়ার পর পায়রা উড়ানো, আলোচনা সভা ও নাচ গানের মধ্য দিয়ে দুপুরের আহার আগ পর্যন্ত চলে। লাঞ্চের পর শুরু হয় দ্বিতীয় অধিবেশন। দ্বিতীয় অধিবেশনে দীর্ঘকাল কর্মরত ও অবসরপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও কর্মীদের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ ও নানা সহভাগিতার সাথে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবর্দী (বক্সিগঞ্জ থানার) বিভিন্ন কর্মী এবং কারিতাসের সাথে সম্পৃত্ত প্রায় এক হাজার জনতা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে হয় র‍্যাফেল ড্র। এর মধ্য দিয়েই জোন ৩ এর কারিতাসের পঞ্চাশ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।