আন্তর্জাতিক স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট এবারের আসরে সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা এবং পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিলও জায়গা করে নেয়। ফলে ফুটবল প্রেমিদের কাছে প্রিয় দু’দলের ম্যাচটি অন্যরকম বাড়তি বিনোদন যোগাবে; ঠিক যেন নির্ধারিত ময়দানে বাঘে সিংহে লড়াই। এই ম্যাচকে ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটতে শুনা যায়।

কোপা আমেরিকা ফুটবল আসরে ১৪ বছর পর বড় কোন টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিল। আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে।

ম্যাচের সাত মিনিটে লিওনেল মেসির পাস থেকে একটি গোল দিয়ে লওতারো মার্টিনেজ আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও ঐ ম্যাচের নির্ধারিত সময়ে ৬১তম মিনিটে লুইস দিয়াজ ফের কলম্বিয়া আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করে সমতায় ফেরেন।

আগামী  রবিবার (১১ জুলাই ২০২১ ) বাংলাদেশ সময় ভোর ছয়টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই বাঘে সিংহে লড়াই।