আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ‘গারো নিউজ ২৪’ বাংলাদেশে গারোদের একমাত্র এবং প্রথম ইউটিউব নিউজ চ্যানেল। যা গারোদের মাতৃভাষা আ.চিক ভাষায় দু’দেশের সামাজিক, রাজনৈতিক নিউজ, গারোদের জীবন যাত্রা, আর্থসামাজিক অবস্থা এবং চালচিত্র অত্যন্ত দক্ষতা ও আস্থার সঙ্গে পরিবেশন করে থাকে।
এটি মূলত বাংলাদেশসহ ভারতের গারো আদিবাসীদের নিউজ বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করার লক্ষ্যে গড়ে উঠে। এ ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর যেকোন জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ দ্রুততার সঙ্গে পরিবেশন করতে বদ্ধ পরিকর।
বিভিন্ন তথ্য উপাত্ত এবং আ.বিমা টাইমসের পর্যবেক্ষণ বলছে গারো নিউজ বিডি চ্যানেলটি (সময় ও পরিসংখ্যান অনুযায়ী) খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। এক বছর তিন মাসেরও কম সময়ের মধ্যে চ্যানেলটি বর্তমান সাবস্ক্রাইব বা গ্রাহক সংখ্যা প্রায় অর্ধলাখ ছুঁই ছুঁই করছে, যা অবিশ্বাস্য ! দেশে ইউটিউব ক্যারিয়ার গঠনে অন্যাদের কাছে উৎসাহ, এবং এক দুর্দান্ত অনুপ্রেরণাও হতে পারে।
এ বিষয়ে চ্যানেলটির প্রকাশক এবং কর্ণধার প্রিংসন ডি. সাংমা প্রিন্স (ফারুক) আ.বিমা টাইমস নিউজ২৪কে জানান, ‘চ্যানেলটি যাত্রা শুরু করে গেল বছর মে’তে। তবে খুব দ্রুত সময় মধ্যে গ্রাহক দেশে এবং দেশের বাইরে ভালো সাড়া পেয়েছি। এ সাড়া অব্যাহত রয়েছে। ফলে এ পর্যন্ত সাফল্যের পেছনে আপনাদের অনুপ্রেরণা, সুপরামর্শ এবং সহযোগিতা সম্ভবপর হয়েছে। আপনাদের সহযোগিতার এ ধারা অব্যাহত থাকলে চ্যানেলটি আগামীতে আরও অনেক দূর এগিয়ে যেতে চায়।‘
এ ছাড়াও তিনি আরও বলেন, ‘গারো জাতিসত্তার কিছু সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগুচ্ছে, এবং সে লক্ষ্যে পৌঁছতে চায়। ফলে আপনাদের হিউজ সাপোর্ট, সাস্ক্রাইব আরও প্রয়োজন। আপনাদের সাপোর্ট আমার কাজের প্রধান অনুপ্রেরণা।‘
চ্যানেলটির বর্তমান সক্রিয় গ্রাহক বা সাবস্ক্রাইব প্রায় বিয়াল্লিশ হাজার। ভিডিও ভিউসের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় একচল্লিশ লাখ। যা দেখে সহজে অনুমেয় চ্যানেলেটিতে কি পরিমাণ ভাইরাল ভিডিও রয়েছে।
সব শেষে চ্যানেলটির প্রকাশ ও কর্ণধার তিনি বলেন, হয় তো দ্রুততার সঙ্গে অর্ধলাখ সাবস্ক্রাইব পাবো; তবে লক্ষ্যাধিক গ্রাহক আকাঙ্ক্ষা নিয়ে এগুচ্ছে, ফলে আপনাদের সার্পোটের কোন বিকল্প পথ নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত ক্লিক করে (https://www.youtube.com/channel/UCyBCZhy9BYviqkIltNESGjA/about) চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ জানান।
তথ্য প্রযুক্তির বদলৌতে ছোট পর্দার বিনোদন মানেই ইউটিউব। গারোদের জন্যে ইউটিউব ক্যারিয়ার নতুন একটি প্লাটফর্ম। বাংলাদেশে গারোদের মনিটাইজ ইউটিউব চ্যানেল এখনো হাতেগোনা কয়েকটি। আপনিও চাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইউটিউব ক্যারিয়ার গড়ে, ঘরে বসে বাড়তি আয়ের সুযোগ করে নিতে পারেন (বিডি গারো ইউটিউবারদের বিশেষ সাক্ষাৎকার দেখতে পোর্টালে চোখ রাখুন)।