আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: গারো হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (জিএইচএডিসি) র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেংচিম এন সাংমা। ৪ মার্চ শুক্রবার কাউন্সিলের বিশেষ অধিবেশন ডেকে চেয়ারম্যানের শূন্য পদের জন্য নির্বাচন আয়োজন করা হয়। নির্বাচনে গাসুয়াপাড়ার এমডিসি সেংচিম এন সাংমা ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রংরং আসনের এমডিসি রিনাল্ডো কে সাংমা ১২ ভোট পান। সেংচিম এন সাংমা জিএইচএডিসির ২৫ তম চেয়ারম্যান নির্বাচিত হলেন।
বিশেষ অধিবেশনটি পরিচালনা করেন ওয়েস্ট গারো হিলস জেলার ডেপুটি কমিশনার রাম সিং। এই অধিবেশনে কাউন্সিলের ৩০ জন সদস্যের সকলেই অংশ গ্রহণ করেন।
নির্বাচিত হয়ে নতুন চেয়ারম্যান বিজেপির এমডিসি প্রমোদ কোচ ও ইউডিপির এমডিসি আশাহেল ডি শিরাকে সাথে নিয়ে ভারতের লোকসভার সাবেক স্পীকার প্রয়াত পি এ সাংমার কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আজ পি. এ. সাংমার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী তাই অন্যান্য এমডিসিরাও তাঁর কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জিএইচএডিসির সাবেক চেয়ারম্যান রাকেশ এ সাংমা ৩১ জানুয়ারি সিইএম পদে নির্বাচনে অংশগ্রহণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গিয়েছিল।
এদিকে রাকেশ এ সাংমা সিইএম পদ থেকে ২৭ ফেব্রুয়ারি পদত্যাগ করায় এই পদটিও শূন্য হয়ে গেছে। আগামীকাল শনিবার শূন্য হওয়া সিইএম পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।