মিউজিক ডেস্ক: ‘কা.সা বালা (Ka.sa Bala)’ এ জার্নি অব লাভ শিরোনামে ২০২৩ সালের নববর্ষে রিলিজ হলো গারোহাব মিডিয়া পরিবারের তৃতীয় গারো মিউজিক ভিডিও। গারো গীতিকবি লুই সাংমার নান্দনিক কথায়, সমাপন স্নাল এর সুরে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন স্বাদে গানটি প্রকাশিত হয়েছে।
কা.সা বালা (Ka.sa Bala) মিউজিক কভার ২০২৩
গারো আ.চিক ভাষায় ডিজে এবং মেলোডি মিশ্রিত অর্থাৎ ভালোবাসার রোমাঞ্চকর গানটি গেয়েছেন জনপ্রিয় দুই তরুণ কণ্ঠশিল্পী, তারুণ্যের অহংঙ্কার ভারতের জিতুপন বোরা এবং এপার বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী সমাপন স্নাল এবং আরও সহ শিল্পী। গানটিতে মিউজিক কম্পোজিশান করেছেন জিতুপন বোরা, ভারত।
শিল্পী ও মিউজিক কম্পোজার : জিতুপন বোরা, ভারত
গানটি সম্পর্কে গারোহাব প্রোডিউসার লুই সাংমা আ.বিমা টাইমসকে জানিয়েছেন, মিউজিক ভিডিওটি গারোহাব আর্কাইভ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এটি শুধু বিনোদনের গান নয়, গানের মধ্য দিয়ে গানটি দু’দেশের গারোদের মধ্যে ঐতিহাসিক একটি প্রকল্প হিসেবে বিবেচিত হতে পারে, যা দুই মেরুর গারোদের মধ্যে মিউজিক ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।
শিল্পী: সমাপন স্নাল, বাংলাদেশ
এ ছাড়াও জনাব সাংমা আরও বলেন, ‘গারোহাব মিডিয়া’ গারো ট্যালেন্টদের প্রতিভা বিকাশে একটি প্লাটফর্ম হতে পারে। তিনি বিশ্বাস করেন, প্রত্যেক মানুষের ভেতর কোন না কোন প্রতিভা লুকিয়ে রয়েছে। সে প্রতিভা হতে পারে গান বা মিউজিক। অথবা অন্য কোন বিষয়। পৃথিবীতে গান অপছন্দ করে এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায় হতে পারে। মোদ্দা কথা গান মানুষের আত্মার খোরাক। একটি গান নিমেষেই আপনার খারাপ মন ভালো করে দিতে পারে। আবার আপনার মনও খারাপ করে দেবার জন্যে একটি গানই যথেষ্ট। অর্থাৎ একটি ভালো গান মানুষকে সবসময় এবং সর্বকালে বিনোদিত করে থাকে।
মিউজিক ভিডিওর অন্যান্য শিল্পীবৃন্দ ও কলাকৌশলী
গারোহাব মিডিয়া ব্যাপারে তিনি আরও বলেন, গারোহাব কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নীরবে কাজ করে চলেছে। শুধু কথায় নয় তাদের কাজেই প্রমাণ করতে চান তিনি। যাতে নতুন গারো প্রজম্মদের কাছে অনুকরণীয় বা অনুসরণীয় হতে পারে। এ ধারাবাহিকতায় গারোহাব মিডিয়া মিউজিক প্রডিউস বা তৈরি করছে নান্দনিক এবং আধুনিক ধারার গান; যা যুগের দাবি।
এছাড়াও একটি লক্ষণীয় বিষয় যুগের চাহিদা, মানসিকতার পরিবর্তন বা প্রযুক্তির ছোঁয়ায় গানের বাণী পরিবর্তীত হচ্ছে। যা যুগে যুগে হয়েছে। কিন্তু গান নষ্ট হয়ে যাচেছ সেটি বলা যাবে না। গান শোনার মাধ্যম পরিবর্তিত হচ্ছে। ভালো গানের সাথে কিছু দুর্বল গানও হচ্ছে, এটি আগেও ছিল এখনো আছে। দুর্বল গানকে পরিহার করা আমাদের অভ্যাসে পরিনত করতে হবে। গারোহাব মিডিয়া পরিবার সে পথ ধরে হাটছে।
বর্তমান সময়ে প্রযুক্তির স্বর্ণযুগে অনেক ভালো ভালো গারো গান হচ্ছে ; কিন্তু তার স্থায়ীত্বকাল বেশিদিন হচ্ছে না। গারোরাও গান প্রিয় জাতি। যুগে যুগে গান মানুষকে আন্দোলিত করেছেন, মোহিত করেছে। গারোরাও এমন এক জাতি যেখানে বিয়ে বাড়ি থেকে শুরু করে সব কাজে এখনো গান ব্যবহার করে। শোক সভা ও প্রার্থনায়ও গান ব্যবহার হয়। সব ধরনের গান আমাদের টানে। বলতে হবে গান অনেক শক্তিশালী আর্ট বা বিষয়।
বিশুদ্ধ গারো বা আ.চিক গান উপহার দেবার নির্মিত্তে গেল বছর আবির্ভূত হয় সোস্যাল মিডিয়া জগতে। ভিন্ন ধারার একটি রিয়েল গারো প্লাটফর্ম। অর্থাৎ গারোহাব এর তৈরি গারো গানে আপনি রিয়েল গারো প্লেভারটি পেতে পারেন।
গারোহাব মিডিয়া পরিবার মনে করেন, ভেজালে আবৃত এই পরিবেশ থেকে গারোদের প্রকৃত কথা ও সুর তুলে ধরা কঠিন। তবে ভাবনা জগত অনেক বড়। মানুষ চাঁদে বা স্বর্গে না গিয়েও সে সম্পর্কে লিখছে। ইচ্ছে থাকলে সেরকম ভাবনার পরিধি ভেঙ্গে অনেক কিছুই করা যায়, যা গারোহাব বিশ্বাস করে।