আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: আ.চিক ভাষায় ডিজে মিউজিক মিশ্রিত এবং ভালোবাসার রোমাঞ্চকর একটি গানে এবার গাইবেন জনপ্রিয় দুই তরুণ কণ্ঠশিল্পী, তারুণ্যের অহংঙ্কার ভারতের জিতুপন বোরা এবং এপার বাংলার অন্যতম জনপ্রিয় শিল্পী সমাপন স্নাল। গারো লেখক, প্রযোজক এবং গীতিকার লুই সাংমার নান্দনিক কথায় গানটিতে সুর দিয়েছেন জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী সমাপন স্নাল, বাংলাদেশ। গানটির মিউজিক নির্মাণ জিতুপন বোরা, ভারত। আসছে খ্রীষ্টানদের শুভ বড়দিন উৎসবে নতুন আঙ্গিকে করা গানটি প্রকাশ হবে গারোহাব ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
নতুন এবং ভিন্ন মাত্রার আ.চিক ভাষার গানটি নির্মাণসহ রেকর্ডিং নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন আ.বিমা টাইমের সম্পাদক, গারোহাব আর্কাইভ ও মিডিয়ার প্রকাশক লুই সাংমা।
গারো লেখক, প্রকাশক, গীতিকার ও মিউজিক নির্মাতা লুই সাংমা
তিনি আরও বলেন, গত রবিবার (৯ অক্টোবর, ২০২২) এক চুক্তিপত্র সই করেন ভারতের তুরা ন্যারোমাস ষ্টুডিও (Studio Naromas, মিউজিক কোম্পানী) পরিচালক, মিউজিশিয়ান, গায়ক তারুণ্যের মুকুট জিতুপন বোরা। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে গানের রেকর্ডিংসহ সকল প্রকল্প সম্পন্ন হবে বলে তিনি জানান। এরপর পর্যায়ক্রমে মাস্টারিংসহ গানটির সমস্ত কাজ শেষ করার কথা রয়েছে। রেকর্ডিং সব ঠিকঠাক থাকলে গানটির মিউজিক ভিডিও ধারণ করে শুভ বড়দিনের একসপ্তাহ আগে গানটি মুক্তি দেয়া হবে বলেও তিনি জানান।
গানটিতে ভালোবাসার সহজাত ভিন্ন মাত্রার ফ্লেভারস ও গানের কথা, ছন্দ যা দর্শক শ্রোতাদের হৃদয়কে নাড়া দিবে। কথাগুলো হৃদয়ছোঁয়া, তেমনই ভালোবাসার আবেদনমাখা মায়াবী সুরের সমন্বয় ঘটবে। মূল শিল্পী হিসেবে তারুণ্যে অহংকার জিতুপন বোরা, সমাপন স্নাল, আরও থাকছে সহযোগি শিল্পী। অসংখ্য দরদ দিয়ে গাইবেন বলে নির্মাতার প্রত্যাশা। সব মিলে অসাধারণ কিছুর অপেক্ষার পালাও বটে।
গানটি বিষয়ে গীতিকার ও মিউজিক নির্মাতা লুই সাংমা বলেন, ‘ভারত এবং বাংলাদেশে নতুন প্রজন্মের তৈরি কিছু গান সাড়া ফেলেছে। অন্যদিকে বহু গান লিখা, মিউজিক কম্পোজিশান মান সম্পন্ন নয় বলেও তিনি গঠনমূলক মন্তব্য করেন। এ বিষয়টি তিনি বলেন, কিছু এলোমেলো কথায়, নিজস্ব ভঙ্গিমায় সুর যুক্ত করে, মিউজিক লাগিয়ে স্যোশাল মিডিয়া কিংবা ইউটিউব চ্যানেলে টাঙ্গিয়ে দিলে গানটিকে গান বলা যাবে না। বিনোদন বলা যাবে না। সকলকে বিনোদিত করে না। সংগীত মানে হলো, সংগীত দ্বারা গীত, বাদ্য, নৃত্য এই তিনটি বিষয়ের সমাবেশকে প্রবলভাবে গানে উল্লেখ করতে হয়। অর্থাৎ গীত এক ধরণের শ্রবণযোগ্য কলা যা সুসংবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয়ে মানব চিত্তে বিনোদন সৃষ্টি করতে সক্ষম। স্বর ও ধ্বনির সমন্বয়ে গীতের সৃষ্টি। এই ধ্বনি হতে পারে মানুষের কণ্ঠ নিঃসৃত ধ্বনি, হতে পারে যন্ত্রোৎপাদিত শব্দ অথবা উভয়ের সংমিশ্রণ। বিনোদনের সেই কলাকৌশল যদি সে সংগীতে অনুপস্থিত, অথবা বেসিক কোনটায় একটু ঘাটতি থাকে তাহলে সেটিকে সংগীত বলা যাবে; কিন্ত সেটিকে বিনোদনযোগ্য সংগীত বলা যাবে না। সংগীতে কয়েকটি ধাপ, অনুসঙ্গ অংশ রয়েছে যা একটি গান পরিপূরক হিসেবে কাজ করে; গানটিকে পরিপূর্ণ করে তোলে। ফলে সংগীতে সে বিষয়গুলো খুব খেয়াল এবং সামঞ্জস্য রেখে গানটি পরিবেশনযোগ্য করে নির্মাণ করতে হয়। তারপর না সেটি একটি পরিপূর্ণ, শ্রবণযোগ্য গান হয়ে উঠে। শ্রোতাদের হৃদয়ে টেকসই হয়, আজীবন দাগ কাটে; গানটিকে বারংবার শুনতে চায়।’
এ গান নির্মাতার বিশ্বাস, লক্ষ গানের শ্রোতা ভক্তদের হৃদয় ছুঁবে গানের কথা, ছন্দ এবং তৈরি করা হবে অসাধারণ মিউজিক।
এছাড়াও এ মিউজিক নির্মাণে আ.চিক গানে এটিই হবে ব্যতিক্রম উদ্যোগ এবং হবে দুটি দেশের ঐতিহাসিক সেতু বা মেলবন্ধন। মূলত এর উদ্দেশ্য হলো ভারত বরাবরই মিউজিক এবং নানা সাংস্কৃতিক কর্মকান্ডে বাংলাদেশের তুলনায় একধাপ এগিয়ে। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশ আ.চিক মিউজিক নির্মাণে এমন কলাবরাশান ভিন্ন কিছু, এবং অসাধারণ কিছু উপহার দেবে বিশ্বের গারো মিউজিক প্রেমিদের।
ভালোবাসা কথাটি অনুভবের জায়গা। এই অনুভবের জায়গা থেকেই গানটি লেখা এবং ভিন্ন আঙ্গিকে নির্মাণ। সকল মিউজিক প্রেমিদের ভালো লাগলেই গানটি সার্থক হবে। আ.চিক গানে রিয়েল আ.চিক ফ্লেভার গান পেতে হলে গারোহাব মিডিয়া পরিবারের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ করেন এই গারো মিউজিক নির্মাতা লুই সাংমা।
নন্দিত এ প্রজন্মের কণ্ঠশিল্পী, এবং সুরকার সমাপন স্নাল বলেন, লুই সাংমার লেখা গানে বরাবরই ব্যতিক্রম কিছু ভাবের সমম্বয় থাকে, যার ধরুণ গানটির কথা আমার খুব পছন্দ হয়েছে। অনেক আ.চিক গান সুর করতে আমার কাছে পাঠায়, আসে; কিন্ত তাদের গানের কথা আমার পছন্দ হয় না। ফলে তাদের বেশির ভাগ গান সুর করা হয়ে উঠে না। লুই সাংমার লেখা গান ভালোবাসার ভিন্ন আমেজ ঢেলে সাজানো এবং গানের কথাগুলো ভিন্ন রকমের। আশা করছি সবার ভালো লাগবে।
কে এই জিতুপন বোরা
পুরো নাম জিতুপন বোরা (ম্যাট্রিক্স)। ইন্ডিয়ান আইডল সিজন-৪ পারফর্মার। জিটিভি এবং কালারস মেগা সিরিয়ালে কাজ করেছেন। আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, মুম্বাই এবং ভারত ও নেপালের বিভিন্ন অনেক মর্যাদাপূর্ণ প্রোগ্রামে অভিনয় করেছেন। মোদ্দা কথা তিনি গান এবং মিউজিক পেশায় পেশাদার। তিনি একজন গায়ক, অভিনেতা এবং সঙ্গীত প্রোগ্রামার।
ন্যারোমাস ষ্টুডিও (Studio Naromas) পরিচালক, মিউজিশিয়ান, গায়ক জিতুপন বোরা, ফাইল ছবি: জিতুপন
তাঁর স্কুল জীবন- পবিত্র হৃদয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উইলিয়াম নগরে। এরপর নির্মলা ইংলিশ হাইস্কুল, দামরাতে পড়াশুনা করেন। যথারীতি তুরার ডন বস্কো স্কুল থেকে ম্যাট্রিকুলেশন অধ্যয়ন করেন এবং সিকিম মণিপাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন।
পেশাদার হিসেবে গারো ভাষাসহ আরও বিভিন্ন ভাষায় অনেক প্রকল্প করেছেন, যেমন বেবি গার্ল (অসমীয়া), কা. সারা চামে (গারো), বৈসাকিনি পিদান লাইচক (কোচ), জাখমেইন ই তানহাইয়ে (অসমীয়া), গোলাপ বিবাল (গারো) এবং আরও অনেক অনেক প্রকল্পে কাজ করেছেন এই তরুণ গায়ক।
তারুণ্যের মুকুট জিতুপান বোরা ও সমাপন স্নাল এর নতুন আ.চিক মিউজিক পেতে হলে গারোহাব মিডিয়া পরিবারে যুক্ত থাকুন, এবং আপডেট মিউজিক ভিডিও দ্রুত পেতে গারোহাব অফিসিয়্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।