আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্টোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মনোনীত হলেন সুব্রত লরেন্স হাওলাদার (সিএসসি)। বাংলাদেশে নিযুক্ত ভাতিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী এক তথ্যে জানিয়েছেন, ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পুণ্য পিতা পোপ ফ্রান্সিস বরিশালের বিশপ সুব্রত লরেন্স হাওলাদারকে চট্রগ্রাম মেট্টোপলিটান আর্ডায়োসিসের নতুন আর্চবিশপ হিসেবে মনোনীত করেছেন। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী, ২০২১) স্থানীয় সময় ভেটিকান সিটিতে রাত ১১টা এবং বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৫টায় একই সাথে এ ঘোষণাটি করা হয়।

গত ২০ জুলাই ২০২০খ্রী. আর্চবিশপ মজেশ এম কস্তা (সিএসসি)র মৃত্যুর পর থেকে চট্টোগ্রামের মেট্রোপলিটন আর্চবিশপের পদটি শূন্য ছিলো। মনোনীত আর্চবিশপ লরেন্স সুব্রতো হাওলাদার, (সিএসসি) চট্টগ্রামের ৬ষ্ঠ বিশপ এবং ২য় আর্চবিশপ হিসাবে স্থলাভিষিক্ত হলেন।

আর্চবিশপ লরেন্স সুব্রতো হাওলাদার (সিএসসি) বারিশাল ক্যাথলিক ডায়োসিসের বিশপ হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০৯ – ২০১৫ পর্যন্ত সহকারি বিশপ হিসাবে চট্টগ্রাম ডায়োসিসে দায়িত্ব পালন করেন।  তিনি গত ৩ জুলাই ২০০৯ চট্টগ্রামের সহাকারি বিশপ হিসেবে যোগদান করেন এবং ২৯ জানুয়ারী ২০১৬ সালে বরিশাল ডায়োসিসের বিশপ পদে দায়িত্বপালন করেন।

তিনি ১১ সেপ্টেম্বর ১৯৬৫ বরিশাল জেলার নবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর ক্যাথলিক হলিক্রস সম্প্রদায়ে পুরোহিত্য লাভ করেন।সূত্র : সিএএনএস