আন্তর্জাতিক নিউড ডেস্ক: আজ মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২১) স্থানীয় সময় বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকা সফরকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধাসহ মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

করোনা ভাইরাসের প্রবল প্রাদুর্ভাব এশিয়ার অনেক দেশেই এখন টালমাটাল অবস্থা। চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক, ভূরাজনৈতিক পরিবর্তনের নানা প্রস্তুতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশও। চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা সহ সাম্প্রতিক করোনা বিষয়ক নানাবিধ সুবিধা ও প্রাপ্তিগুলো আজকের বৈঠকের আলোচনায় প্রাধান্য পেতে পারে।

এছাড়াও পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফরটা তাৎপর্যপূর্ণ হবে বলে দেশের নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগে বাংলাদেশে ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ফলে সঙ্গত কারণেই নানা বিষয়গুলো তাঁর এ সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি সংক্ষিপ্ত সফর শেষে আজ বিকালেই শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।