ওয়েলসন নকরেক, মধুপুর : আবৃতা নকরেক, বয়স মাত্র ৩ বছর। এই অল্প বয়সেই তাকে সহ্য করতে হচ্ছে মারাত্নক ব্যাধি ক্যান্সারের যন্ত্রণা। দেড় মাস আগে তার পায়ে ফোঁড়ার মতো দেখা দেয়। কিছুদিন আগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাকে ঢাকার মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি ক্যান্সার হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তার ক্যান্সার ধরা পড়ে। এখনো কয়েকটি টেস্টের রিপোর্ট পায় নি। তবে ডাক্তাররা জানিয়েছেন আবৃতার সম্পূর্ণ চিকিৎসার জন্য ব্যয় হবে আনুমানিক চার লক্ষ টাকা। শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন আবৃতার বাবা আপুল মাজি।
আবৃতার বর্তমান অবস্থা, জাঙ্গালিয়া, মধুপুর।
আবৃতার বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। আপুল মাজি ও মিলিতা নকরেক এর এক মাত্র সন্তান আবৃতা নকরেক। আবৃতার বাবা টাঙ্গাইলে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। মা গ্রামের বাড়িতেই কাজ করেন। দু’জনে মিলে যা উপার্জন করেন তা দিয়ে সংসারের খরচ কোনোমতে চলে। জমিজমা বলতে তেমন নেই। তাই আপুল মাজি ও মিলিতা নকরেক’র কাছে মেয়ের চিকিৎসার বিপুল অর্থ জোগার করা রীতিমতো দুঃসাধ্য! তাই দেশের হৃদয়বান, বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানো যাবে উল্লেখিত বিকাশ নাম্বারে :
আকাশ মাংসাংঃ ০১৭৪৬৭৬৪৬০৮
শিমন রিছিল :০১৭২৯১৫১৬৭৩।