(আসছে ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি সাবেক প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী স্মরণে লুই সাংমার লেখা কবিতা)

পাকিস্তানী মুন্ডমোটা হায়েনা বঙ্গ রত্নকে সেদিন
ঠিকই চিনেছিলো, আপন করে নিয়েছিল গ্রাম বাংলার
আবাল- বৃদ্ধ- বনিতা, দুর্বাঘাস, পাতাবাহার, কীট পতঙ্গ;
শুধু চিনেনি তাঁকে নির্বোধ, কুলাঙ্গার কিছু সেনাযুদ্ধারা,
লেপে দিতে চেয়েছিল বঙ্গপিতার ললাটে কলঙ্কের লাল টিপ
পাতা উল্টে দিতে চেয়েছিলো ইতিহাস, এরপর উফ কি নির্মমতা!
হিংস্র বুলেটের আঘাতে সেদিন বঙ্গবন্ধু মরেনি, বিশ্বাস করি না
মৃত্তিকায় ঝরেনি একফোটা বুকের তাজা রক্ত,
খসে পরেনি তাঁর কালোফ্রেমে বাঁধানো সাদাকলো চশমা;
তিলতুল্য কলঙ্ক ছুঁতে পারেনি সাদা পাঞ্জাবী, মুজিব কোট।
হ্যাঁ, সেদিন মরেছিলো হাজার বছরের লালীত বাঙালী স্বপ্ন
হ্যাঁ, ঝরেছিল সেদিন সাগরসম আমজনতার নিষকন্ঠক অশ্রু;
হ্যাঁ, হ্যাঁ সেদিন দিগ্গিবিদিক ছড়িয়ে গিয়েছিলো স্তব্ধতা, নীরবতা।
আজও রক্তস্নাত সেই ধানমন্ডির বাড়িটি ঠাঁই দাঁড়িয়ে একা,
জাগরস্বপ্ন নিয়ে মাথা উঁচু করে জেগে আছে স্বপ্নবাজ পিতা।
আমি আজও জেগে জেগে শুনি টেকনাফ থেকে তেতুলীয়া
রেসকোর্স ময়দানে ৭ মার্চের যাদুকরী কালজয়ী ভাষণ;
এখনো শুনি তাঁর আপোষহীন আঙ্গুল উঁচানো কথামালা
এখনো পাইপে ধোঁয়া উড়ানো নিকোটিনের গন্ধ….
এতদিনে তামাক ফুরিয়ে গেছে হয়তো!
ফুরায়নি তাঁর স্বপ্নবুনা……..
প্রকৃতিসব জেনে গেছে কে সেই জ্বলে উঠা মানব
জেনে গেছে ধানমন্ডি লেকের সেই ৩২ নম্বর সড়ক।

১৫ আগস্ট ২০১৫খ্রী :
প্যারিস।