নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুর জেলাধীন ঝিনাইগাতী থানায় ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল ও বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে । আজ ২২ ডিসেম্বর ২০২২ইং তারিখ, বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলা পরিষদে এইসব সামগ্রী বিতরণ করেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মামুদ।

এই সময় অত্র থানার ৪০জন আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে ৪০ জনকে বাই সাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে  ২০ জন ছাত্র ও ২০ জন ছাত্রী রয়েছে। এছাড়াও এসময় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পড়ুয়া ৩৫০ জন আদিবাসী শিক্ষার্থীর মাঝে ১৮ লাখ ৪৮ হাজার টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

বাই সাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণকালে উপস্থিত ছিলেন ঝিনাইগাতি ট্রাইবাল ওয়েলফার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসি, ট্রাইবাল জেনারেল সেক্রেটারি অসীম ম্রং, কোচ আদিবাসী নেতা ধীমান কোচ, চিত্তরঞ্জন বর্মন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।