আ.বিমা টাইমস নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে এক কোচ আদিবাসী নারী (৪০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বৃহস্পতিবার। ধর্ষণ ও সংঘবদ্ধচক্রসহ আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাল (১৫ মঙ্গলবার ২০২১) টাঙ্গাইল সদরের প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে ‘বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন’।

গত বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় ওই নারীকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত ওই নারী টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

ওই ঘটনায় শিকার নারীর দেবর গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একই এলাকার টেংগু সরকারের ছেলে দীনা সরকার (৩৩), নারায়ণ চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার (৩০) ও ময়নাল মিয়ার ছেলে শবদুল মিয়া (২৮) দেশি চোলাই মদ পান করে তাদের বাড়িতে যায়। এরপর ওই নারীকে ঘর থেকে ডেকে বের করে পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে তিনজনে মিলে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে দীনা সরকার ওই নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে গুরুতর আহত করে। এছাড়াও গোপনাঙ্গ ও পায়ুপথ ছিঁড়ে ফেলে। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই তিনজন দৌড়ে পালিয়ে যায়।

অভিযোগের পর গত রোববার সখীপুর থানা পুলিশের সদস্যরা হাসপাতালে গিয়ে তার বক্তব্য লিপিবদ্ধ করেন এবং মামলার এজাহারে স্বাক্ষর নেন। এরপর মামলাটি আমলে নেয় সখীপুর থানা পুলিশ।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের গণমাধ্যমকে বলেন, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। দীনা সরকার নামে এক ব্যক্তিকে ধর্ষণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্য দুই আসামি মন্টু সরকার ও শবদুল মিয়া ধর্ষণে সহযোগিতা করেন এবং ওই নারীকে শারীরিক নির্যাতন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি (দক্ষিণ) সাজ্জাদ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আ.বিমা টাইমসকে বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সদস্য সচিব (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) বকুল চন্দ্র বর্মন জানান, ভিক্টিমের পরিবারকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শণ করে চলেছে। যার ফলে ঘটনায় জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাল মানববন্ধন কর্মসূচী আয়োজন করেছে। উক্ত মানববন্ধনে সকল আদিবাসী সংগঠনকে একযোগে সামিল হয়ে সংহতি প্রকাশের বিনীত আহ্বানও জানান তিনি।