আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ঢাকার বারিধারাস্থ ডিমাজেন্ড ক্যাথলিক গির্জায় ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে এগারোটায় ইট দিয়ে গির্জার সামনে থাকা সাধু ইউজিন ও কুমারী মারীয়ার ছবি ভাংচুর করে যুবকটি।
ঢাকার ক্যাথলিক গির্জায় ভাংচুর, ছবি : সংগৃহীত
গীর্জার নিরাপত্তা কর্মীর ভাষ্য মতে, ডিমাজেন্ড ক্যাথলিক গির্জায় ইট দিয়ে ধর্মীয় ছবি ভাংচুরের ঘটনাটি গীর্জার গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ দেখে ফেলে এবং ভাংচুরকারীকে হাতেনাতে ঘটনাস্থলেই আটক করে।
রিপোর্টটি লেখা পর্যন্ত ওই যুবকের নাম এবং পরিচয় জানা যায় নি। যুবকটিকে আটকের পর বেলা ১২টা ১৫ মিনিটে ওই যুবককে ভাটারা থানায় সোর্পদ করে বলে জানা যায়।
উক্ত ঘটনায় একটি মামলা করা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। সূত্র : বিডিখিনিউজ