আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: ঢাকা মহাধর্মপ্রদেশের যাজক লেণার্ড রোজারিও আর নেই। তিনি আজ শুক্রবার দিবাগত ভোর ৩টায় স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
বিশ্বস্তসূত্রে জানা যায়, তিনি অনেকদিন যাবৎ কিছুটা অসুস্থ থাকলেও সবকিছু স্বাভাবিকভাবেই কাজ কর্ম করে যাচ্ছিলেন। গতকাল মধ্যরাত্রে হঠাৎ হার্টে এ্যাটাক হলে তাঁকে তাৎক্ষণিকভাবে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি হাসনাবাদ ধর্মপল্লীতে জন্ম গ্রহণ করেন। যুব উন্নয়নের প্রতীক তিনি ঢাকা মহাধর্মপ্রদেশের তিনি এক প্রবীণ এবং জনপ্রিয় যাজক ছিলেন। যিনি যাজকীয় জীবনের অনেকটা সময় ময়মনসিংহ ধর্মপ্রদেশে সেবারত ছিলেন। তিনি বনানী জাতীয় উচ্চ সেমিনারীর প্রথম যাজক।
সঙ্গীতজ্ঞ ও সাধারণ জীবনযাপনের অধিকারী ছিলেন। যাজকীয় জীবন ও খ্রীষ্ট মন্ডলীকে সেবা দিয়েছেন ৪৪ বছর।
তাঁর মৃত আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ খ্রীস্টযাগ উৎসর্গ হবে ঢাকায় সকাল ৯টায় রমনা ক্যাথিড্রালে এবং বিকাল ৪টায় হাসনাবাদ নিজ ধর্মপল্লীতে।