নিউজ ডেস্ক: আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি গায়ক, দেশবরেণ্য সংগীতশিল্পী ও প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের দীর্ঘ দিন চিকিৎসা শেষে ৯ মাস পর দেশে ফিরেছেন।

এই গুণী শিল্পী এন্ড্রু কিশোর উন্নত চিকিৎসার জন্য গত বছর ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এবং ১১ সেপ্টেম্বর থেকে অনরবত সিঙ্গাপুর জেনারেল হাসাপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি কিডনি ও হরমোনজনিত সমস্যার পাশাপাশি ক্যান্সারে আক্রান্ত হন।

গত ১১ জুন রাত ২টা ৩০ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন বলে জানা যায়। এখন মিরপুরের বাসায় অবস্থান করছে। এখনো তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। কোলাহলমুক্ত থাকতে চিকিৎসকের কড়া নির্দেশনা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন ও সংগীতশিল্পী মোমিন বিশ্বাস।

দীর্ঘ চিকিৎসার পর চলতি বছরের মার্চের দিকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এন্ড্রু কিশোর। তখন দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও করোনা পরিস্থিতির কারণে আর দেশে ফেরা সম্ভব হয়ে ওঠেনি।