নিউজ ডেস্ক: বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চাইনা ছাহ্লা মারমা (৩৪) নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) গুলিবিদ্ধবস্থায় প্রাথমিক চিকিৎসার পর; রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় ঘরের মধ্যে ঢুকে পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে গুলি করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের গুলিতে পায়ের উপরিভাগে গুলিবিদ্ধ হন ইউপি মেম্বার চাইনা ছাহ্লা মারমা।
কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা ভাষ্য মতে, সন্ধ্যায় ঘরের মধ্যে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন তাকে ফোন করে জানায় একজন ওয়ার্ড মেম্বার গুলিবিদ্ধ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয়দের দাবি গত শনিবার রাতে গুলির আওয়াজ শুনতে পান। এ ঘটনায় অস্ত্রধারী কে বা কারা এখনো জানতে পারেনি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল আলম চৌধুরী মৃত্যুমর খবরটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে তা জানা যায়নি।