বাপন নেংমিঞ্জা, শেরপুর: বালু উত্তোলন ও সরবরাহের রাস্তা নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েন নিজ পরিবারের আপন দুলাভাই। ফলে দুলাভাইয়ের হামলায় আহত হয়েছেনে একই পরিবারের আপন তিন গারো শ্যালিকা। আজ ২৪ জানুয়ারী সকালে এই ঘটনা ঘটে নালিতাবাড়ী থানার পানিহাটা গ্রামে।
আহত ব্যক্তিরা হলেন- এলাকার মৃত মলয় রেমার তিন মেয়ে বিচিত্রা মানখিন, মনিষা মানখিন ও রীনা মানখিন। এদের মধ্যে দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় থাকলেও, রীনা মানখিন এখনো চিকিৎসাধীন আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
অভিযোগে জানা যায়, গলিয়াত রেমা এলাকার অবৈধ্য বালু উত্তোলনের সাথে জড়িত। এরই জের ধরে বহুদিন ধরে নিজ পরিবারের শাশুড়ি ও শ্যালিকাদের সঙ্গে বিরোধ চলছিল। আজ মঙ্গলবার সকালে এই নিয়ে কথা কাটাকাটি হয় এবং এরপর গলিয়াত রেমা তার সঙ্গীদের নিয়ে নিজ শ্যালিকাদের ওপর হামলা চালায়; উক্ত ঘটনায় তিন শ্যালিকা গুরুতর আহত হন।
ঘটনা সুত্রে আরও জানা গেছে, এর আগেও এই ব্যাপার নিয়ে গ্রামে অনেকবার গ্রাম্য মাতব্বরদের নিয়ে সালিশ বসলেও সুরাহা হয়নি। ফলে এই সমস্যার সমাধান হয়নি বরং দিনকে দিন সমস্যা আরও বেড়েছে। যারই প্রেক্ষিতে মঙ্গলবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
সর্বশেষ পাওয়া তথ্য মতে, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার কর্মকর্তা ।