আজকাল ইউটিউব চ্যানেল খোলা সহজ হলেও চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিডিওতে ভিউস পাওয়া ততটা সহজ নয়। ইউটিউব চ্যানেল খোলার পর চ্যানেলে সাবস্ক্রাইবার, ভিউস পাওয়াটা আপনার সামনে দুর্দান্ত একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলে সহজ একটি হিসেব আপনার সামনে চলে আসে বা প্রতিফলিত হয় যে, আপনি ভালো কনটেন্ট আপলোড করলেও সেখানে ভিডিওর ভিউস কেন আসে না, কি করা উচিত ইত্যাদি বিষয়। আর ভিডিওতে ভিউস না থাকলে নতুন কনটেন্ট তৈরি করার আগ্রহ হারিয়ে ফেলি আমরা এবং এমটাই হওয়া স্বাভাবিক। আপনার চ্যানেলকে কীভাবে নিয়মিত, চ্যানেলের দ্রুত প্রসার এবং চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার পেতে পারেন সে বিষগুলো লক্ষ্য রেখেই আমার এই সংক্ষিপ্ত পরামর্শগুলো দেয়া গেল।
আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, অথবা ইউটিউব চ্যানেল খুলতে চান, পেশাদার ইউটিউবার হতে চান; মূলত তাদের জন্যই একজন ইউটিউব ক্রিয়েটর এবং ব্লগার হিসেবে আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলে কীভাবে এবং খুব সহজে নতুন সাবস্ক্রাইবার পেতে পারেন সে বিষয়গুলো উপস্থাপন করছি যা নতুন ইউটিউবারদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহায়ক হবে। যে যে বিষয়গুলো ফলো-আপ করলে আপনি আপনার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার পেতে পারেন, পাশাপাশি চ্যানেলকে অবিশ্বাস্যভাবে গ্রো করতে পারেন, যেমন-
১) নিয়মিত স্ট্যান্ডার্ড কনটেন্ট আপলোড করুন
২) আকর্ষণীয় থাম্বনেইল বা ভিডিও কভার তৈরি করুন
৩) আকর্ষণীয়, শর্ট ভিডিও টাইটেল সিলেক্ট করুন
৪) ভিডিও’র SEO, হ্যাশট্যাগ এবং ট্যাগ যুক্ত করুন
৫) ভিডিও’র শেষে পরবর্তী ভিডিও দেখার লিংক যুক্ত করুন
৬) ভিডিও’র কনটেন্টওয়াইজ প্লে-লিষ্ট তৈরি করুন
৭) সপ্তাহে অন্তত দু’বার লাইভ ষ্ট্রিমিং এর আয়োজন করুন
৮) আকর্ষণীয় চ্যানেল আর্ট, লগো এবং চ্যানেল ট্রেইলার তৈরি করুন
৯) ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন
১০) চ্যানেলে প্রতিযোগিতার আয়োজন করুন।
বর্তমানে ইউটিউব ক্রিয়েটরের সংখ্যা যেমন দিনকে দিন বাড়ছে, তেমনি আপনি আপনার চ্যানেলে ভিউস এবং সাবস্ক্রাইবার পেতে হলে ভালো কনটেন্ট এর কোন বিকল্প নেই। তাই অন্যের কনটেন্ট ফলো বা নকল না করে নিজস্ব এবং মার্কেট রিসার্চ করে ভালো কনটেন্ট নির্বাচন করতে হবে। এ ছাড়াও চ্যানেল সহ প্রতিটা ভিডিওর ওপর কনটেন্ট মোতাবেক ডেস্ক্রিপশান রাখুন। আপনার চ্যানেলে ভিসিটরস কমেন্ট, ভিউওয়ারদের চাহিদা এবং এ্যালেটিক্স ফলোআপ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন।
মনে রাখবেন, চ্যানেলে ভিউস আসা মানেই আপনার চ্যানেলে মনিটাইজ হলে সেখানে আল্টিমেটলি আর্নিংটাও বেড়ে যাবে। ভিউস এবং আর্নিং বেড়ে গেলে আপনি নতুন কনটেন্ট তৈরি করতে দ্বিগুণ উৎসাহ, অনুপ্রেরণা পাবেন। চ্যানেলে আপনার কাজের প্রতি একাগ্রতা এবং প্রচেষ্টায় যেকোন সময় সফলতা আসতে বাধ্য।
লুই সাংমা, ফ্রান্স
ওয়েভ ডেভেলপার, ব্লগার, আন্তর্জাতিক ফ্রিল্যান্সার এবং
সাংস্কৃতিক কর্মী।