স্পোর্টস ডেস্ক: শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইউক্রেন।

খেলা শুরু থেকেই মাঠে দুর্দান্ত আধিপত্য বিস্তার করে খেলতে থাকে উভয় দল। খেলার মাত্র ৭ মিনিটের মাথায় প্রথম আক্রমণ করে সুইডেন। ঠিক গোল বক্সের মধ্যে কুলুসেভস্কি বল পায়ে নিয়ে নিশানা করে গোল বারের দিকে শট নিলে সেটি সহজে ফিরিয়ে দেন স্টেপানেঙ্কো।

এরপর  ১১ মিনিটে পাল্টা আক্রমণ করে বসে ইউক্রেন। এদিকে আক্রমণভাগে ইয়ারমোলেঙ্কোর সঙ্গে বল দেয়া নেয়া করে ইয়ারেমচুকের একটি শক্তিশালী শট ঠেকিয়ে দেন সুইডিশ গোলকিপার। খেলার ২৭ মিনিটে ওলাক্সান্ডার জিনচেঙ্কোর গোলে এগিয়ে যায় ইউক্রেন। বিরতির ঠিক আগ মুহূর্তে এমিল ফর্সবার্গের গোলে ফের সমতায় ফিরে আসে সুইডেন।

খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমনাত্মক খেলেও নির্ধারিত সময়ের মধ্যে জয়ের স্কোর করতে পারে নি কোন দলই। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি ।

অতিরিক্ত সময়ের ঠিক ৯৮ মিনিটে ড্যানিয়েলসন লাল কার্ড পেলে ১০ জন নিয়ে মাঠে খেলে সুইডিশরা। শেষ মুহূর্তের সময় দুর্দান্ত একটি হেডে ইতিহাস রচিত করেন ডভবিক।

পুরো ম্যাচ সম্পর্কে বলতে গেলে অতিরিক্ত সময়ে গড়ানো এই খেলায় জিতে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর নকআউট পর্বে জয় পেলো ইউক্রেন ।

আগামী শনিবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে দেশটি।