আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নাইজেরিয়ার সরকারবিরোধী কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবে টুইটার ব্যবহার করা হচ্ছে এই অভিযোগের ভিক্তিতে জনপ্রিয় অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

এ বিষয়ে নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলেন, অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করেন, দুই দিন আগে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি টুইট নিয়ম ভাঙার অভিযোগে মুছে ফেলে টুইটার কর্তৃপক্ষ।

শুক্রবারের ওই মন্তব্যের পরও টুইটার নাইজেরিয়ায় সচল। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সেগুন আদেইয়েমি এএফপিকে বলেন, প্রযুক্তিগত দিক নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে দেশটিতে টুইটারের অপারেশন অনির্দিষ্টকালের বন্ধ রাখা হবে বলে জানায় দেশটি। সূত্র/ এএফপি