নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার নালিতাবাড়ী থানার দাওধারা ও কাটাবাড়ি এলাকায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন নালিতাবাড়ীর বর্তমান থানা নির্বাহী অফিসার খ্রীষ্টফার হিমেল রিছিল। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর তিনি মুজিব বর্ষে উপহার প্রাপ্ত আশ্রয়ণ প্রকল্পের অধীনে বসবাসরত প্রায় ৬০ জন বৃদ্ধ ও শীতার্ত মানুষকে এই শীতবস্ত্র উপহার দেন।

উল্লেখ্য যে, গত নভেম্বর মাস থেকেই শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকায় শীতের প্রকোপ বাড়তে থাকে। এতে ছিন্নমূল ব্যাক্তিগণ শীত সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন এরই প্রেক্ষিতে এলাকার শীতার্ত ব্যাক্তিদের আংশিক সহায়তায় এগিয়ে এসে এই শীত বস্ত্র বিতরণ করেন নালিতাবাড়ী থানার বর্তমান ইউএনও।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রীষ্টফার হিমেল রিছিল বলেন, মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনায় দরিদ্র অসহায় ও ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। দরিদ্র মানুষের কষ্ট লাঘবে শীত মৌসুম জুড়ে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি  জানান।