বাপন নেংমিঞ্জা, শেরপুর প্রতিনিধ: শেরপুর জেলাধীন নালিতাবাড়ী থানার সীমান্তবর্তী এলাকা নকুগাও স্থলবন্দরের শ্রমিকদের ধর্মঘটে বন্দরের সকল কাজ বন্ধ হয়ে গেছে। জানা যায় বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বন্দরের মালিক পক্ষের ধার্য্য করা মজুরী বাড়িয়ে দেওয়ার তাগিদে আন্দোলনে সামিল হয় ঐ এলাকার শ্রমিকরা।

প্রায় শতাধিক শ্রমিক আদিবাসী রয়েছে ঐ স্থলবন্দরে। গারো, কোচ, হাজং, বানাই সহ শতাধিক এই আদিবাসীরাও সামিল হয়েছে উক্ত আন্দোলনে। মূলত লোড আনলোড শ্রমিক সমিতির ডাকে এই আন্দোলনে অন্যান্য সব ধরণের শ্রমিকরাও বন্ধ রেখেছে সব ধরণের কাজ । ডেইলী লেবার হিসেবে কাজ করা শ্রমিকদের দেওয়া হয় দিনে ২৫০ (আড়াইশো)  টাকা মজুরি । বর্তমান বাজারের পরিস্থিতি অনুযায়ী এই মজুরী অনেক কম বলে উল্লেখ করেন সেখানে  কর্মরত শ্রমিকরা।

লোড আনলোড কমিটি প্রতিটি পাথর লোড আনলোডে তিনটাকা করে পেতেন। কিন্তু তাদের দাবি প্রতি পাথর ৪ টাকা করা না হলে এই আন্দোলন চলমান থাকবে। প্রায় সপ্তাহখানেক আন্দোলনে সকল ধরণের কাজ বন্ধ থাকায় বিপাকে পরেছে মালিক পক্ষরা। তারা পঞ্চাশ পয়সা বৃদ্ধি করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু দাবিনুযায়ী ৪ টাকা না হলে কাজ শুরু করবে না বলে জানিয়েছে শ্রমিক সংগঠন।