আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: গেল ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী উপলক্ষে নিবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করে অন-লাইন নিউজ পোর্টাল ‘আবিমা টাইমস২৪ নিউজ ডট কম’। ‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি: সমস্যা ও প্রাপ্তির সম্ভাবনা’ মূলসুরকে কেন্দ্র করে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী তরুণদের কাছ থেকে নিবন্ধ লেখা আহবান করা হয়।

এরপর দেশে করোনা পরিস্থিতি এবং লেখকদ্বয়ের সার্বিক অবস্থা সুবিবেচনা করে আ.বিমা টাইমসের নির্ধারিত নিবন্ধ লেখা প্রতিযোগিতা পূর্বের নির্ধারিত তারিখটি বর্ধিত করে ৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছিল। অর্থাৎ পূর্বে নির্ধারিত বিষয় এবং লেখা জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৫ আগস্ট ২০২১ (প্রতিযোগিতায় ১৮-৩০ বছর বয়সী তরুণ /তরুণী লেখা পাঠাতে পারবেন, নিবন্ধটি সর্বনিম্ন ১৫০০ শব্দের হতে হবে)। এদত বিষয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আশানুরূপ লেখা জমা না হওয়ায় নির্ধারিত প্রকল্পটি গত সপ্তাহের মিটিংয়ে অফিসিয়্যালি বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানান আ.বিমা টাইমস কর্তৃপক্ষ।

এ বিষয় আ.বিমা টাইমসের প্রধান সম্পাদক লুই সাংমা জানান, আমরা মূলত নবীন লেখকদের উৎসাহ ও এদত বিষয় সম্পর্কে আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রাপ্তির সম্ভাবনাকে জনসম্মুখে উপস্থাপন করতে চেয়েছিলাম। আদিবাসী তরুণরা আমাদের দেয়া সে সুযোগটি গ্রহণ করে নি এর অর্থ হলো- আমরা মনে প্রাণে চাই আদিবাসী অধিকার বাস্তবায়ন হোক, কিন্ত আদিবাসী ইস্যূতে আমরা পুরোপুরি সচেতন নই।

এ ব্যাপারে তিনি আরও জানান, আ.বিমা টাইমস পরিবারের এমন আরও কিছু ক্ষুদ্র প্রকল্প গ্রহণের পরিকল্পনা ছিল; কিন্ত জনগণের অংশগ্রহণ না থাকায় পরবর্তীতে বা ভবিষ্যতে এ ধরণের প্রকল্প আর বাস্তবায়ন করবে না বলেও সাফ কথা জানিয়ে দেন মি. সাংমা। বরং এ ধরণের নন প্রোফিট্যাবল প্রকল্পের টাকা দিয়ে ইনকাম জেনারেটিং প্রকল্প করা যেতে পারে বলে এর পক্ষে মত দেন তিনি।