নিউজ ডেস্ক: মানবসেবী ধর্মগুরু রেভা ফা. রিচার্ড উইলিয়াম টিম সি.এস.সি গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২০) আমেরিকান সময় ১:২০ মিনিটে নিজ দেশ আমেরিকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সাতানব্বই বছর ছ’মাস।

নটরডেম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হলিক্রস হাউজের সুপিরিয়র ফা. পেট প্রয়াত ফাদারের সহকর্মী রোজালিন কস্তার (মানবাধিকার কর্মী, বাংলাদেশ) প্রতি এক টেলিফোনিক ম্যাসেজ বার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানিয়েছিলেন ফাদার টিম গত তিন দিন আগে বার্ধক্য জনিত হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি কোমায় ছিলেন।

ফাদার রিচার্ড উইলিয়াম টিম, সি.এস.সি-  তিনি একজন বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সামাজিক বিকাশে সক্রিয় কর্মী ছিলেন। এছাড়াও তিনি ঢাকা হলিক্রস ক্যাথলিক মণ্ডলীর প্রাক্তন সুপিরিয়র, নটরডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ষষ্ঠ অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। ফাদার টিম ১৯৪৯ সালে ঢাকা নটরডেম কলেজে নিযুক্ত হন। তত্কালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) শিক্ষার্থীদের জন্য কলেজে নতুন বিজ্ঞান বিভাগ গঠন করেন এবং তিনি জীব বিজ্ঞানে এক বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি দুই বছরের এম.এস. এবং পিএইচডি লাভ করেন। এরপর তিনি ১৯৫২ সালের অক্টোবরে ঢাকায় ফিরে আসেন। তিনি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধকালীন এবং পরে যুদ্ধে বিধ্বস্ত গ্রামগুলির জন্য পুনর্বাসন ও পুনর্গঠন প্রকল্প তৈরিতে দায়িত্ব নিয়ে পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কারিতাসে যোগ দেন ১৯৭৮ সালে। এরপর তিনি বিচার ও শান্তি কমিশন কাজ শুরু করেন। ন্যায় ও শান্তি কমিশনে তিনি তেইশ বছর নির্বাহী সচিবের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ক্যাথলিক মন্ডলিতে ষাট বছরের বেশি বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। তিনি মূলত কারিতাসে মানবাধিকার সম্পর্কিত প্রকল্পগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সেমিনারীতে অধ্যাত্মিক বিষয়ে শিক্ষকতা করেন।

জীবদ্দশায় তিনি অত্যন্ত আন্তরিক, অতি সাধারণ মানুষ এবং খুব সাধারণ জীবনযাপন করেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং সর্বত্র সত্য প্রতিষ্ঠার জন্য কঠোর নীতিসহ অত্যন্ত সৎ নিষ্ঠাবান ছিলেন। বাংলাদেশীদের জন্য অনন্য এক মানবসেবী ধর্মগুরু ছিলেন। তিনি বাংলাদেশের পাশাপাশি জনগণের কল্যাণ ও মর্যাদায় তাঁর সমস্ত জীবন, যোগ্যতা ও চেতনাকে নিবেদিত এবং ত্যাগ করে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এবং দেশের ক্যাথলিক মন্ডলী একজন মানবের তরে নিবেদিত এক অভিভাবক হারালেন।