আন্তর্জাতিক স্পোর্টস ডেস্ক: নেইমার জাদুতে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক ব্রাজিল। নেইমারের সহায়তায় মিডফিল্ডার লুকাস পাকেতার গোলে পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও পেরু। দলের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা। পেরু প্রথমার্ধে এবং এমন কি বিরতির পরও ব্রাজিলকে চাপে রেখেও তাদের ম্যাচে ফেরার সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় দুর্দান্ত দল ব্রাজিল।

খেলার ৫০তম মিনিটে ইয়োশিমার ইয়োতুনের বাড়ানো বল ধরে ডি বক্স থেকে জোরে শট নেন জানলুকা লাপাদুলা। ঝাঁপিয়ে কোনোমতে বল ঠেকিয়ে দেন এদেরসন। আবার পরে ৬১তম মিনিটে দূরপাল্লার শটে এদেরসনের পরীক্ষা নেন রাসিয়েল গার্সিয়া। ঝাঁপিয়ে পড়ে আবার জাল অক্ষত রাখেন গোলরক্ষক।

এর পরের আক্রমনে ব্রাজিলকে আর রুখেত পারেন নি গালেস। ঠিক মাঝ মাঠ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় ডি-বক্সের ভেতর সরাসরি ঢুকে যান নেইমার। সেখান থেকে অসাধারণ তিন ডিফেন্ডারকে কাটিয়ে অরক্ষিত পাকুয়েতাকে পাস দেন তিনি। পরে এক শটে গোলকিপার পেদ্রো গালেসের গোলপোস্টে বল জালে পাঠিয়ে দিতে ভুল করেন নি পাকেতা। বাঁ পায়ের দারুন একটি শটে স্কোরলাইন ১-০ করে ফেলেন ব্রাজিল।

শেষার্ধের ৮১তম মিনিটে ফের গোল বঞ্চিত হয় পেরু। ইয়োতুনের ফ্রি কিক থেকে আলেকসান্দার কায়েন্সের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকে নি।  প্রতি আক্রমণে ব্রাজিলেরও  কিছু প্রচেষ্টা ব্যর্থ হয়। তানা হলে ব্রাজিল আরও এগিয়ে যেতে পারতো। ফলে পেরুও  আর তেমন কোনো নতুন সুযোগ তৈরি করতে পারে নি।

আগামী ১১ জুলাই ২০২১ কোপা আমেরিকার ফাইনাল আসরে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে বিজয়ী দলের সঙ্গে  মুখোমুখি হবেন তিতের শিষ্যরা।