পার্বত্য চট্টগ্রামের জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি, সদ্য স্বাধীন বাংলাদেশের গণপরিষদ সদস্য ও সাবেক সাংসদ, মেহনতী মানুষের পরম বন্ধু, বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)’র ৮২তম জন্ম বার্ষিকী আজ।

এ দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে এই নেতার জন্মবার্ষিকী পালন করে থাকলেও করোনা মহামারীতে অনলাইনে দিবসটি পালন করে।  তাঁকে নিয়ে লেখা একটি কবিতা-

আধাঁরে বন্দী পাহাড়ে

এসেছিলে ভুবনে ১৫ সেপ্টেম্বরে,

নিভে যাওয়া প্রদীপ জ্বলাবে বলে।

অধিকার হারা মানুষের পাশে

দাঁড়িয়ে ছিলে লারমা তুমি,

জাগিয়ে ছিলে জুম পাহাড়ে

ঘুমিয়ে থাকা মানুষকে,

তাই লাল সালাম জানায়

লারমা তোমায়,

জুম্মরা ভুলবেনা কখনো তোমায়।

তোমার পথের পথিক হয়ে

হেঁটে যাবো বহুদূর,

মানবো না কোন বাঁধা আর

এবার ভাঙ্গবো শোষকের হাতিয়ার।

তোমার দেখানো পথে

জেগেছি একঝাঁক নবীন প্রবীণ,

জ্বালাবো আবার নতুন করে

বেচেঁ থাকার সংগ্রাম।

রঙিন স্বপ্ন বুকে নিয়ে

বেচেঁ আছি জুম পাহাড়ে,

তোমার স্বপ্ন লাল সাদা পতাকা

উড়াবো এবার জুম পাহাড়ে।

তাই লারমা তুমি বেচেঁ রবে

জুম পাহাড়ের ঘরে ঘরে।