আ.বিমা টাইমস নিউজ ডেস্ক: কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ গ্রহণ করলেন মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস জেলার গন্দা জাসিনগ্রে গ্রামের কৃষক ননান্দ্র বি. মারাক। গত ৯ নভেম্বর মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই পুরস্কার প্রদান করেন।

মূলত শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

গোল মরিচ বাগান

 ননান্দ্র বি. মারাক এর গোল মরিচের বাগান, ছবি: সংগৃহীত

৬১ বছর বয়স্ক ননান্দ্র মারাক দীর্ঘ ৪০ বছর ধরে গোল মরিচের চাষ করে আসছেন। এখন সাড়ে পাঁচ হেক্টর জমিতে বিশ হাজার সুপারি গাছের সাথে তার বিশাল গোল মরিচের বাগান রয়েছে। যেখান থেকে প্রতি বছর ১০ হাজার কেজি গোল মরিচ উৎপাদন হয় এবং প্রতি কেজির দাম বাজার মূল্য ১২০ রুপি করে। গাছে ফল আসার পর ৮-৯ মাস সময় লাগে পরিপক্ষ হতে। বছরে দুই ধাপে এ ফলস তোলা যায়। ননাদ্র তার বাগানে কোনোরকম রাসায়নিক সার বিষ ব্যবহার করেন না। এই কারণে তার উৎপাদিত গোল মরিচের বিশেষ চাহিদা রয়েছে।

এছাড়াও গোল মরিচ চাষে লাভজনক দেখে এখন সে এলাকায় তার দেখাদেখি জেলার অন্যান্য চাষিরাও গোল মরিচ চাষে আগ্রহী হয়েছেন। তিনি প্রায় ৮০০ চাষীকে গোল মরিচ চাষের প্রশিক্ষণ প্রদান করেছেন।

ননান্দ্র ২০১৮ সালে ভিয়েটনামে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক গোল মরিচ সম্মেলন’ এ আন্তরিকতার পুরস্কার লাভ করেন। তার পদ্মশ্রী পুরস্কার অর্জনে অভিনন্দন জানিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।