নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। মন্ত্রীর এপিএস হুমায়ুন সাদেক চৌধুরী এ খবরের সতত্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশানে রয়েছেন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য রয়েছেন।

করোনা আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিংকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে সকাল ১০টায় সিএমএইচ এ নেয়ার কথা রয়েছে।

তিনি জানান, মন্ত্রীর শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক না হলেও উন্নত চিকিৎসার জন্যই তাকে সিএমএইচে নেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার অসুস্থ বোধ করলে মন্ত্রীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়।

শানিবার ৬ জুন রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া গণমাধ্যমকে বীর বাহাদুরের রিপোর্টে করোনা পজেটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার মন্ত্রীর নমুনা বান্দরবান থেকে পাঠানো হয়, গতকাল শনিবার রিপোর্ট পজেটিভ আসে।