আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  আমরা এখন কমবেশি তথ্য প্রযুক্তির ওপর নির্ভর করি। ফলে তথ্য প্রযুক্তি সেবায় একটি পাসওয়ার্ডই যেন সবকিছু। অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে আপনার ই-মেইল, ব্যাংকিং, সোস্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, লিংঙ্কেদিন, ইনস্টাগ্রামসহ আরও অনেক সেবা অ্যাকাউন্টের নিরাপত্তায় থাকে এই পাসওয়ার্ড।

জানা যায়, পাসওয়ার্ডের ব্যবহার প্রাচীনকাল হতে। পাসওয়ার্ড হল শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহার করা হয় ব্যবহারকারীর পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচাইয়ের কাজ করে। অর্থাৎ যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার পায়। এই পাসওয়ার্ড হলো গোপনীয় বিষয়। তাই এটিকে অন্যদের প্রবেশ ঠেকাতে গোপন রাখা হয়।

তাহলে কতদিন পরপর পাসওয়ার্ড বদলানো উচিত? সে তথ্য কি জানেন? আপনার এ রকম প্রশ্নের জবাবে গতানুগতিক উত্তর না দিয়ে একটু অন্যরকম উত্তর দিলেন গুগলের প্রধান নির্বহিী সুন্দর পিচাই। তাহলে তিনি কতদিন অন্তর পাসওয়ার্ড বদলান?

গুগল প্রধান সুন্দর পিচাই জানালেন, তিনি বারংবার পাসওয়ার্ড বদলান না। বরং তিনি টু-ফ্যাক্টর অথেন্টিকেশনেই বিশ্বাসী। এর মাধ্যমে পাসওয়ার্ড দিলেও ফোন নম্বর বা ই-মেইলের মাধ্যমে আসা ওটিপি দিলেই লগ-ইন হয়। বারংবার পাসওয়ার্ড বদলানোর থেকে এটিই বেশি কার্যকরী বলে মত দেন তিনি।

two factor authentication2021

এ ছাড়াও সুন্দর পিচাই বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে জানান, আমাকে সব সময় নতুন প্রযুক্তি, সফটওয়্যার ট্রাই করে দেখতে হয়। সেই কারণে নিয়মিত নতুন নতুন ফোন ব্যবহার করতে হয়। এছাড়াও তিনি আরও জানান, ‘বিভিন্ন কাজে আমার কাছে ২০টি ফোন থাকে। নানা অ্যাকাউন্ট লগ-ইন করতে এসব ফোন ব্যবহার করতে হয়। সবসময় আমি ওটিপি ব্যবহার করি।’

বর্তমান এবং আগামীদিনগুলিতে এ তথ্য প্রযুক্তির ব্যবহার নতুন প্রজন্মের জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়াবে। ফলে প্রযুক্তি ব্যবহারের সঙ্গে শুরু থেকে নিজেদের খাপ খাইয়ে নেয়া বুদ্ধিমানের কাজ হবে।