পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে ব্রিজের ওপর তালা ঝুলিয়ে ভালোবাসার চিহ্ন রাখে তা অনেকেই জানি না। জানলেও বিষয়টি হাস্যকর, অদ্ভুত, দৃষ্টিকটু মনে হতে পারে। এ মিথ্যে নয়, স্থানটি খোদ ফ্রান্সের প্যারিস শহরে। নটরডেম চার্চের পাশে সেন্ট মিশেল শহরের নদীতে এই তালা সেতুটি বুক উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এসে সেখানে ভালোবাসার চিহ্নস্বরূপ তালা ঝুলিয়ে রাখে, এবং পরে নদীতে ঐ চাবিগুলো ফেলে যায়। এসব তালাগুলো বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে। বিষয়টি ভাবতে অদ্ভুত মনে হলেও দীর্ঘকাল ধরে চলে আসছে তালা ভালোবাসার রীতি। বাহারী তালা এবং কোন দেশের তালা নেই তা খোঁজে পাওয়া মুশকিল।

লাভ তালা ব্রিজ এর মর্মার্থ হলো, ভালোবাসায় তালা মেরে চাবিটা ছুড়ে ফেলুন সেইন নদীতে। তাদের বিশ্বাস আর ভাঙবে না যুগল প্রেম! আলাদা হবে না প্রেমের জুটি! এমন সরলপ্রাণ বিশ্বাসেই প্যারিসের সেতুগুলোতে ‘লাভ লকস’ বা ‘ভালোবাসার তালা’ ঝুলিয়ে দিয়েছে প্রায় সাত লাখ জুটি। তরুণ কপোত-কপোতীদের জন্য এটা অনেকটা যেন ‘শিল্প আর প্রেমের রাজধানী’তে নিজেদের ভালোবাসার স্বাক্ষর রেখে যাওয়া, নিজেদের জন্য এক স্মৃতির জানালা খুলে রেখে যাওয়া। ফরাসি ও বিদেশি পর্যটকদের কাছে এটা তুমুল জনপ্রিয়। কিন্তু কেউ কেউ বলছেন, এটা যেমন নান্দনিক নয়, তেমনি প্যারিসের স্থাপত্যগুলোর জন্যও তা ঝুঁকিপূর্ণ। তাই প্যারিসে এই ভালোবাসার তালা নিষিদ্ধের জন্য শুরু করেছেন ‘নো লাভ লকস’ প্রচারাভিযান।

ব্রিজের ইতিহাস বলে, প্যারিস শহরে এই নদী পারাপারে সবসময় সেতু ছিল না। সময়কাল ছিল ৮৪৫ এডি। এরপর পিসার্সের এডিক্টটি পাস হওয়ার পরে অর্থাৎ ৮৪৫ এডি-তে ভাইকিংস এর মাধ্যমে বস্তা ফেলে নদীর ওপর সেতু নির্মাণ করা হয়েছিল। এই কৌশলটি কার্যকর হয়েছিল তবে ভাইকিং এর কারণে নদীর জাহাজগুলি ব্রিজগুলি পেরিয়ে যেতে পারছিল না।

প্যারিসের শহর সীমানার মধ্যে নদী পারাপারের জন্য এখন সাতত্রিশটি সেতু রয়েছে। এই ৩৭ টির মধ্যে কেবল পাঁচটিই পথচারী সেতু হিসেবে ব্যবহৃত হয়। প্যারিসে সর্বাধিক আইকনিক ব্রিজ রয়েছে। যাদুঘরের পরিবর্তে ব্রিজগুলি পরিদর্শন করা অথবা কোন শহর ঘুরে দেখার এক বিকল্প উপায়। প্যারিসের নান্দনিক অংশ অনুভব করার দুর্দান্ত উপায়ও বটে। সেগুলোর মধ্যে পন্ট ডেস আর্টস (প্যারিসের বিখ্যাত লাভ লক ব্রিজ) পন্ট ডেস আর্টস ইনস্টিটিউট ডি ফ্রান্সকে লুভ্রের সাথে সংযুক্ত করে। সেতুটি মূলত ১৮০৪ সালে সালে নেপোলিয়নের রাজত্বকালে নির্মিত হয়েছিল।

মূল পন্ট ডেস আর্টস প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুটি বিমান হামলা চালিয়েছিল এবং একই সাথে একটি জাহাজে চড়ার পরে ১৯৭৯ সালে নৌকা ভেঙে যাওয়ার আগে অসংখ্য সংঘর্ষ হয়েছিল।

বর্তমান ব্রিজটি ১৯৮৪ সালে সালে নির্মিত হয়েছিল এবং এখন প্যারিসের বাকী সাইন নদী রিভারফ্রন্টের পাশাপাশি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে রয়েছে।

পন্ট ডেস আর্টস পিকনিক এবং ওপেন-এয়ার আর্ট স্টুডিওগুলির জন্য একটি জনপ্রিয় স্পট। সাইন নদী এবং লুভের বরাবর এই সেতুর অবস্থান এটি ফটোগ্রাফারদের জন্য একটি জনপ্রিয় স্থান হিসাবে তৈরি করেছে। পন্ট ডেস আর্টস প্যারিসের লক ব্রিজ হওয়ার জন্য সর্বাধিক বিখ্যাত। সেতুর দর্শনার্থীরা এর রেলিংয়ের সাথে ব্যক্তিগতকৃত তালাগুলো সংযুক্ত করে এবং চাবিগুলি সাইন নদীতে ফেলে দেয়।

দর্শনার্থীরা দীর্ঘদিন ধরে এই ব্রিজের ওপর চালিয়ে যাচ্ছে তালা ঝুলানোর রীতি। এক সময় এদেশের সরকার লক্ষ্য করে তালা ঝুলানোর ফলে ব্রিজের ভারসাম্য হারিয়ে ফেলছে এবং ব্রিজটিতে ঝুকি তৈরি করছে। ফলে প্যারিস সরকার ২০১৫ সালে অনেকগুলি তালা সরিয়ে নিয়েছিল। এই তালা সরানোর সময় তালাগুলোর সংখ্যা হয়েছিল প্রায় এক মিলিয়নেরও (ওজনে প্রায় ৪৫ টন) বেশি।

লুই সাংমা, ফ্রান্স
ওয়েভ ডেভেলপার, ব্লগার, ফ্রিল্যান্সার
এবং সাংস্কৃতিক কর্মী।