আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রকাশ্যে ফ্রান্সের প্রেসিডেন্টের গালে চড় মারাকে কেন্দ্র করে ফ্রান্স সহ পুরো বিশ্ব মিডিয়ায় সামালোচনার ঝড় বইছে। গেল মঙ্গলবার ভিড়ের মধ্যে প্রকাশ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মারায় দামিয়ান তাহেল নামের এক যুবককে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। ১৮ মাসের মধ্যে ১৪ মাসের সাজা স্থগিত এবং চার মাসের সাজা এখনই তাকে ভোগ করতে হবে।

ঘটনা বিবরণে যুবক তাহেল আদালতকে বলেছেন, হঠাৎ তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ওই কাজ করে বসেছেন। এতে প্রসিকিউটর বলেন, ওটা ‘ইচ্ছাকৃতভাবে ঘটানো নৃশংস’কর্মকাণ্ড ছিল।

একজন সরকারি কর্মকর্তার উপর হামলার অপরাধে প্রসিকিউসন আদালতের কাছে তাহেলকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়ার আবেদন জানায়। তিন বিচারকও তাহেলকে ১৮ মাসের কারাদণ্ড দেয়ার বিষয়ে একমত হন। ওই ১৮ মাসের মধ্যে ১৪ মাসের দণ্ড স্থগিত থাকবে। যদি তিনি ভবিষ্যতে কোনো অপরাধ করেন তবে ওই আদেশ কার্যকর হবে। কিন্ত এখনই তাকে বাকি চার মাসের কারাভোগ করতে হবে।

এ বিষয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এক বিবৃতিতে বলেন, এই হামলাকে তুচ্ছ ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত হবে না। কিন্তু অতিরঞ্জিত না করে বরং একে সাধারণ ঘটনা হিসেবেই বিবেচনা করা উচিত।

ম্যাক্রোঁকে চড় মারার ঘটনায় পুলিশ আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত ঐ ব্যক্তিও ম্যাক্রোঁকে চড় মারার ঘটনার ভিডিও ধারণ করেছেন।

ফ্রান্সে কোরোনা মহামারীর দরুণ আরোপ করা নানা বিধিনিষেধ তুলে নেওয়ার পর কিভাবে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরছে তা নিয়ে কথা বলার জন্য ম্যাক্রোঁ গত মঙ্গলবার দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চল সফরে গিয়েছিলেন। সেসময় সেখানে লোহার নিরাপত্তা বেড়িগেটের অপর পাশে থাকা সমর্থকদের সঙ্গে হাত বাড়িয়ে করমর্দন করতে গেলে ভিড়ের মধ্যে সামনের দিকে দাঁড়িয়ে থাকা তাহেল ‘ডাউন উইথ ম্যাক্রোঁনিয়া’বলে চিৎকার করে ম্যাক্রোঁর গালে চড় মেরে বসেন।

উল্লেখ্য, আগামী বছর ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন। যার ফলে এমন হেনস্ত ঘটনায় ফ্রান্সের রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অন্যের প্রতি ঘৃণার মনোভাব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এ ছাড়াও সামালোচকগণ ফ্রান্সের প্রেসিডেন্টের সিকেউরিটি নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

আদালতের বরাত দিয়ে বিবিসি জানায়, দামিয়ান তাহেল ডানপন্থি অথবা চরম ডানপন্থি রাজনীতির সঙ্গে নিয়মিত এবং বর্তমান সরকার বিরোধী ‘ইয়ালো ভেস্ট বা হলুদ রঙের নিরাপত্তা জ্যাকেট বা জিলে জোন’আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সূত্র/বিবিসি