নিজস্ব প্রতিবেদক: দুর্গাপুর উপজেলার কুল্লাগরা উইনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা (৪৫) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ৮ অক্টোবর ২০২২ ইং তারিখে দুপুর ১২ টার দিকে মারা গেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর নিজ বাড়ির কাছাকাছি রাশিমণি স্মৃতি স্তম্ভের কাছে একদল সন্ত্রাসী হামলা করে সাবেক এই চেয়ারম্যানের উপর। আহত হলে চিকিৎসার জন্য রাত আটটার দিকে থানা স্বাস্থ কমপ্লেক্সে যাওয়ার পথে আবারও হামলা চালায় শিবগঞ্জ সোমেশ্বরী ঘাঠ এলাকায়। প্রায় পনেরো থেকে বিশজনের একটি সন্ত্রাসী গ্রুপ লোহার রড ও পাইপ দিয়ে সুব্রত সাংমাকে পিটিয়ে গুরুতর আহত করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভর্তি করে দুর্গাপুর উপজেলা হাসপাতালে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
প্রায় দুসপ্তাহ চিকিৎসাধীন থেকে শনিবার ৮ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার মৃত্যুকে ঘিরে দুর্গাপুর সহ আশেপাশের এলাকায় বর্তমানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী ঢাকা দুর্গাপুর রোড বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে খুনীদের যাতে অতিসত্বর আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনগুলো তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নৃশংস এই হামলা ও খুনের ঘটনায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী অবায়দুল কাদের এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন । তাছাড়া গারো আদিবাসীদের মাঝে একমাত্র বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং শোক প্রকাশ করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামার আশঙ্কায় ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও সর্বশেষ সংবাদ পাওয়া গেছে।